আজকাল ওয়েবডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জাপানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো। ২১১ রানের বিশাল ব্যবধানে জয়। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতের বোলাররা। মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে গেল বিপক্ষ। বাংলার ছেলে যুধাজিৎ গুহ পেলেন তিন উইকেট। ৭ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন যুধাজিৎ। এছাড়া চেতন শর্মা ও হার্দিক রাজ পান দুটি করে উইকেট। আর ভারত বিনা উইকেটে ১৬.১ ওভারেই ১৪৩ তুলে ম্যাচ জিতে নেয়। ভারতের জয় ১০ উইকেটে।
সংযুক্ত আরব আমিরশাহির হয়ে সর্বোচ্চ রান করেছেন রায়ান খান (৩৫)। এছাড়া ওপেনার অক্ষত রাই করেন ২৬। চার জন ক্রিকেটার ছাড়া কোনও ইউএই ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাদের কাছে হয়ে গেল বুমেরাং।
এদিকে, ভারত শুরু করে দুর্দান্তভাবে। আইপিএল নিলামে কোটিপতি হয়ে যাওয়া ১৩ বছরের বৈভব সূর্যবংশী করেন ৪৬ বলে ৭৬ রান। অপর ওপেনার আয়ূষ মাত্রে করেন ৫১ বলে ৬৭। বৈভবের ব্যাট থেকে এসেছে তিনটি চার ও ছয়টি ছয়। আর আয়ূষের ব্যাট থেকে আসে চারটি চার ও চারটি ছয়।
শারজায় আয়োজকদের উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দ্বিতীয় জয় তুলে নিল ভারত। সঙ্গে চলে গেল শেষ চারে।
