আজকাল ওয়েবডেস্ক: চাঁদের হাট লন্ডনে। উপলক্ষ্য ক্যানসার-জয়ী যুবরাজ সিংয়ের ‘ইউউইক্যান ফাউন্ডেশন’-এর ডিনার পার্টি।
সেই অনুষ্ঠানে ছিলেন ভারতের টেস্ট দলের রথী-মহারথীরা। ছিলেন শচীন তেণ্ডুলকর। ব্রায়ান চার্লস লারা। ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার ড্যারেন গঘ ও কেভিন পিটারসেন। বিসিসিআই-এর নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং স্বয়ং যুবরাজ সিং।
সবাইকে ছাপিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন দু'জন। একজন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। অন্যজন শচীন-কন্যা সারা তেণ্ডুলকর।
অতীতে গিল ও সারাকে নিয়ে কত যে কালি খরচ হয়েছিল তার ইয়ত্তা নেই। তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন ছিল। আবার সেই জল্পনা বন্ধও হয়ে গিয়েছিল একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেওয়ায়।
আরও পড়ুন: ইউকেএসসির দাপটের সাক্ষী কল্যাণী, খিদিরপুরকে চার গোলের মালা পরিয়ে চারে চার ইয়ান ব্রিগেডের
যুবির অনুষ্ঠানে ফের দেখা গিয়েছে গিল ও সারাকে। শচীন-কন্যার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে ভারতের নতুন টেস্ট অধিনায়ক তাঁর দিকে তাকিয়ে হাসেন। আর তা নিয়েই নতুন করে শুরু হয় জল্পনা। 
 
 গিল ও সারার দেখা হওয়ার সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই অনেকের মনেই ধারণা তৈরি হয়েছে, তাঁদের সম্পর্ক  জোড়া লেগে গিয়েছে। 

দু'জনকে নিয়ে গুঞ্জনের শুরু ২০২৩ সালে। সেই বছর আইপিএল এবং ওয়ানডে বিশ্বকাপে গিলের খেলা দেখতে কয়েকবার স্টেডিয়ামে যান সারা। বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে গিলের চার-ছক্কা দেখে গ্যালারিতে বসা সারাকে হাততালি দিতে দেখা যায়।
বিশ্বকাপ চলাকালীনই মুকেশ আম্বানির শপিং মল ‘জিও ওয়ার্ল্ড প্লাজা’র উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় দুই জনকে।
তবে দু'জনের কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। গিলকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, ক্রিকেটে তিনি মন দিয়েছেন। তিন বছরের বেশি সময় ধরে সম্পর্কে জড়াননি।
সারার সঙ্গে বলিউডের অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সম্পর্ক ছিল বলে শোনা যায়।
সে যাই হোক, লন্ডনে ফের দেখা গিল ও সারার। তা নিয়েই চলছে চর্চা।
আরও পড়ুন: টস নিয়ে দোটানায় ছিলেন গিল, বিভ্রান্তি কাটল কীভাবে?
