আজকাল ওয়েবডেস্ক: ইঙ্গিত আগে থেকেই ছিল। জল্পনা চলছিল লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে। অ্যাডিলেড টেস্টের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই জল্পনাতেই সিলমোহর দিলেন। জানিয়ে দিলেন অ্যাডিলেডে ওপেন করবেন কেএল রাহুলই।
পারথ টেস্টের প্রথম ইনিংসে রাহুল ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তিনি ও যশস্বী জয়সওয়াল দুশোর বেশি রানের পার্টনারশিপ গড়েন ওপেনিং জুটিতে। তার পরই মোটামুটি পরিষ্কার হয়ে যায় লোকেশ রাহুলই ওপেন করবেন দ্বিতীয় টেস্টে।
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে হিটম্যান ব্যাটিং অর্ডারে নিজেকে অনেকটাই নামিয়ে আনেন। রবি শাস্ত্রীর মতো দেশের প্রাক্তন কোচও রোহিত শর্মাকে মিডল অর্ডারে নামার পরামর্শ দেন।
এদিন হিটম্যান সাংবাদিক বৈঠকে বলেন, ''রাহুল ওপেন করবে। আমি মিডল অর্ডারে ব্যাট করতে নামব।''
পারথে লোকেশ রাহুলের ব্যাটিং প্রসঙ্গে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''নবজাতককে কোলে নিয়ে লোকেশ রাহুলের ব্যাটিং দেখেছি। দুর্দান্ত খেলে কেএল। ফলে পরিবর্তনের কোনও দরকারই নেই। পরবর্তীকালে হয়তো পরিস্থিতি বদলাবে। তবে বিদেশের মাঠে লোকেশ রাহুল যেভাবে ব্যাট করেছে, তাতে ওপেনিং স্লট পাওয়ারই যোগ্য রাহুল।''
এদিকে শাস্ত্রী বলেছেন, ''রোহিতের মিডল অর্ডারে নামা উচিত। ও যথেষ্ট দক্ষ। দক্ষতা এবং অভিজ্ঞতা মিডল অর্ডারে কাজে লাগবে।''
টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা কিন্তু মিডল অর্ডার ব্যাটার হিসেবেই শুরু করেছিলেন। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে বা তারও নীচে নেমে রোহিতের ঝুলিতে সংগ্রহ ১৪৭৪ রান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে রোহিতের ন'টি হাফ সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি রয়েছে। শাস্ত্রী বলছেন, ''দলের প্রয়োজনের কথা মাথায় রেখে রোহিত স্থির করুক ও কত নম্বরে নামবে। কত নম্বরে নামলে ও বিপজ্জনক বা অস্ট্রেলিয়া কত নম্বরে ওকে দেখতে চায় না, সেটা স্থির করতে হবে রোহিতকেই।'' রোহিত সেটাই জানিয়ে দিলেন, তিনি নামবেন মিডল অর্ডারে। রাহুল নামবেন ওরেন করতে।
