আজকাল ওয়েবডেস্ক:‌ অর্শদীপ সিংকে সিরিজের প্রথম দুটো টি–টোয়েন্টি ম্যাচে খেলানো হয়নি। পরিবর্তে খেলানো হয়েছিল হর্ষিত রানাকে। যা নিয়ে বিরাট সমালোচনার মুখে পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে।
যুক্তি ছিল টি–টোয়েন্টির অন্যতম সেরা বোলারকে কেন খেলানো হচ্ছে না। প্রসঙ্গত, অর্শদীপ টি–টোয়েন্টি ফর্মাটে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। 


তৃতীয় ম্যাচে অবশ্য অর্শদীপকে খেলানো হয়। তিনি ৩৫ রানের বিনিময়ে তিন উইকেট পান। হয়েছেন ম্যাচের সেরাও। তিনটির মধ্যে অর্শদীপের দুটি উইকেট ছিল পাওয়ার প্লে–তে। আর একটি উইকেট ছিল ডেথ ওভারে। 
এখন প্রশ্ন, বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অর্শদীপ প্রথম একাদশে থাকবেন কিনা?‌ বোলিং কোচ মরনি মরকেল অবশ্য এত বিতর্কের রাস্তায় হাঁটতে চাননি। তিনি নিজের মতো করে যুক্তি সাজিয়ে বলেছেন, ‘‌অর্শদীপ অভিজ্ঞ বোলার। আমরা নানা কম্বিনেশন দেখে নিতে চাইছি। এটা অর্শদীপও জানে। দলের হয়ে পাওয়ার প্লে–তে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অর্শদীপের। অর্শদীপ কতটা মূল্যবান আমরা জানি। কিন্তু এই সফরে আমরা কম্বিনেশন গুলি ঝালিয়ে নিতে চাইছি।’‌


ভারতীয় দলে যা প্রতিভা তাতে প্রথম একাদশে ঢোকার যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। মরকেলের মতে, সবসময় সবাইকে খুশি করা সম্ভব নয়। তিনি বলেছেন, ‘‌বিষয়টি বেশ কঠিন। এটা ক্রিকেটারদেরও বুঝতে হবে। হতাশা আসা স্বাভাবিক। অনেক সময় ক্রিকেটারদের হাতেও এটা থাকে না। আমরা শুধু ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করতে পারি।’‌


চোটের কবলে নীতীশ কুমার রেড্ডি। যদিও অলরাউন্ডারকে নিয়ে আশার কথা শোনালেন মরকেল। বলে দিয়েছেন, ‘‌আশা করছি চতুর্থ ম্যাচের আগে পুরো সুস্থ হয়ে যাবে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং–সবেতেই অনুশীলনে খাটছে।’‌


প্রসঙ্গত, পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১–১। বাকি আর দুটি ম্যাচ। বৃহস্পতিবার চতুর্থ টি–টোয়েন্টি ম্যাচ গোল্ডকোস্টে। শনিবার সিরিজের শেষ ম্যাচ ব্রিসবেনে।