আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মাকে নিয়ে চলছে জোর চর্চা। ফর্মে নেই তিনি। টেস্টে রান নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেও রান পাননি রোহিত। ক্রমশ চাপ বাড়ছে হিটম্যানের উপরে। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক কিন্তু রোহিতের ব্যাটিং ফর্ম নিয়ে শঙ্কিত নন। তিনি বরং আশার বাণী শোনাচ্ছেন। 

হিটম্যান প্রসঙ্গে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলছেন, ''দেখুন ব্যক্তিগতভাবে আমি সমস্যা দেখছি না। নাগপুরের প্রথম ওয়ানডের আগে গত তিনটি ওয়ানডেতে রোহিত ৫৬, ৬৪ এবং ৩৫ রান করেছে। গড় প্রায় পঞ্চাশের কাছে।''

সীতাংশু কোটাক আরও বলে, ''আমরা এমন একজন ক্রিকেটারের সম্পর্কে কথা বলছি যার ৩১টি ওয়ানডে সেঞ্চুরি রয়েছে। একের পর এক ম্যাচে যখন রান পেয়েছে, তখন কেই জিজ্ঞাসা করেনি কবে ব্যর্থ হবেন?'' 

কটকে দ্বিতীয় ওয়ানডে হবে। সেই ম্যাচের আগে কোটাক বলছেন, ''কখনও কোনও ক্রিকেটার যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় বা দ্রুত আউট হয়ে যায়, আমি মনে করি না সংশ্লিষ্ট ক্রিকেটার খারাপ ফর্মে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে কঠিন সময় গিয়েছে। নাগপুরের আগে গত তিনটি ওয়ানডেতে রোহিত কিন্তু রান পেয়েছে। রোহিতকে নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই।'' 

প্রবল চাপে পড়া, কাঁধ ঝুলে যাওয়া রোহিত পাশে পাচ্ছেন দলের ব্যাটিং কোচকে।