আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামির হয়ে এবার ব্যাট ধরলেন সৌরভ গাঙ্গুলি। অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছিলেন। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও সুযোগ পাননি। এমনকী সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও।

রঞ্জি ট্রফিতেও ছন্দ রয়েছেন। গুজরাটের বিরুদ্ধে বাংলার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাসত্ত্বেও ব্রাত্য। সামির নাম বিবেচনা করেননি অজিত আগরকররা। কয়েকদিন আগে বোর্ডের প্রধান নির্বাচককে একহাত নেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

সরাসরি কিছু না বললেও, আকার-ইঙ্গিতে সৌরভ জানিয়ে দিলেন সামির দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পাওয়া উচিত ছিল। কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি অ্যাল ডিভাইসের উন্মোচন অনুষ্ঠানে এসে এমন জানান বোর্ডের প্রাক্তন সভাপতি।

সৌরভ বলেন, 'সামি ফিট। খুব ভাল বল করছেন। রঞ্জিতে বাংলাকে একটা ম্যাচে জিতিয়েছে। আশা করছি নির্বাচকরা সেটা দেখছে। জানি না ওর সঙ্গে নির্বাচকদের যোগাযোগ আছে কিনা। সামির তিন ফরম্যাটেই খেলা উচিত। না খেলার আমি কোনও কারণ দেখছি না। ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই।' 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে টেস্টে একনম্বর দল। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছে। কিন্তু দেশের মাটিতে ভারতকেই ফেভারিট ধরছেন সৌরভ।

প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, ঘরের মাঠে ভারতকে হারানো সহজ নয়। সৌরভ বলেন, 'দেশের মাটিতে ভারত সবসময় ফেভারিট। ভারতের স্পিন আক্রমণ ভাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ সিরিজ খেলেছে। শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থরা দুর্দান্ত। ভারতীয় দলে অসংখ্য প্রতিভা। জানি পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ভাল খেলেছে। তবে দেশের মাটিতে ভারত সম্পূর্ণ ভিন্ন দল। তাই টিম ইন্ডিয়া ফেভারিট।' 

শুক্রবার থেকে ইডেনে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ক্রিকেটের নন্দনকাননে কি ব়্যাঙ্ক টার্নার অপেক্ষা করছে প্রোটিয়াদের জন্য? সৌরভ জানান, এখনও টিম ইন্ডিয়ার পক্ষ থেকে এমন কোনও চাহিদা আসেনি। এখনও পর্যন্ত পিচ দেখে যথেষ্ঠ ভাল মনে হয়েছে।

সৌরভ বলেন, 'ভারতীয় দলের পক্ষ থেকে পিচ নিয়ে কোনও চাহিদা পেশ করা হয়নি। তাই বলতে পারব না। পিচ যথেষ্ট ভাল দেখাচ্ছে।' দারুণ ছন্দে আছেন ধ্রুব জুরেল।

কিন্তু সৌরভ মনে করেন, তরুণ উইকেটকিপার ব্যাটারের প্রথম টেস্টে সুযোগ পাওয়া সহজ হবে না। কারণ দলে তারকার সমাহার। কোনও জায়গা খালি নেই। ঋষভ পন্থ ফেরায় জুরেলের সম্ভাবনা কমেছে।

একমাত্র সাই সুদর্শনের জায়গায় তাঁকে নেওয়া যেতে পারে। একসময় দেশের ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন সৌরভ। আইএসএলের দল অ্যাটলেটিকো কলকাতায় তাঁর মালিকানা ছিল।

বর্তমানে আইএসএলর ভবিষ্যৎ বিশ‌‌ বাঁও জলে। দেশের একনম্বর লিগ হবে কিনা সন্দেহ। এই প্রসঙ্গে কিছু বলতে চাননি সৌরভ। শুধু বলেন, 'আমি সবটাই দেখেছি। দেখা যাক আগামী সপ্তাহে কী হয়।'

অনুষ্ঠানে যোগ দিয়ে সোমবার বিকেলে সরাসরি ইডেনের উদ্দেশে রওনা দেন সৌরভ। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু হতে মাত্র তিনদিন বাকি। তার আগে নিজে পিচ পর্যবেক্ষণ করবেন সিএবি সভাপতি।