আজকাল ওয়েবডেস্ক: প্রসিদ্ধ কৃষ্ণর বোলিং নিয়ে এই কয়েকদিনে জলঘোলা কম হয়নি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচের পর।
তবে সিরিজ ডিসাইডারে ভারতকে ম্যাচে ফেরানোর নায়ক তিনিই। প্রসিদ্ধকে যোগ্য সঙ্গ দিলেন কুলদীপ যাদব। ৪৫.৫ ওভার ব্যাট করে প্রোটিয়ারা তুলল ২৭০।
অবসর ভেঙে জাতীয় দলে ফেরা কুইন্টন ডি-কক শতরান না করলে এই রানটাও হত না। গত দু’ম্যাচে যেভাবে দুটি দল রান তুলেছে তার তুলনায় নির্ণায়ক ম্যাচে রানটা অনেকটাই কম।
কোহলি, রোহিত, কেএল রাহুল যে ফর্মে ব্যাট করছেন তাতে এই রানটা টিম ইন্ডিয়াকে এমন কিছু বেগ দেবে বলে মনে হয় না।
টানা ২০ ম্যাচ টসে হেরে অবশেষে রাহুল এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টস জেতার পরে মজা করে লোকেশ রাহুল মুষ্টিবদ্ধ হাত ছোড়েন। লোকেশ রাহুল ডান হাতি।
কিন্তু টসের সময়ে বাঁ হাতের সাহায্য নেন ভারত অধিনায়ক। পরে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের কাছে টস জেতার কৌশল ফাঁস করেন রাহুল। টস জেতায় ভারতীয় শিবিরেও আনন্দের রেশ।
হর্ষিত রানাকে দেখা যায় তিনি আনন্দে মেতে উঠেছেন। সতীর্থদের জড়িয়ে ধরছেন আনন্দে। আনন্দে মেতে উঠতে দেখা যায় ঋষভ পন্থ ও অর্শদীপ সিংকেও। টানা টস হারছিল ভারত।
২১ নম্বর ম্যাচে এসে টস জিতল। ভারত শেষ টস জিতেছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে শুধু টস হার।
দুই বছর পর টস জিতল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে নামিয়ে শূন্য রানেই বিপজ্জনক রায়ান রিকলটনকে ফেরান অর্শদীপ।
সেখান থেকে ম্যাচের হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা এবং কুইন্টন ডি-কক। একসময় দুই অভিজ্ঞ ব্যাটারের পার্টনারশিপ বিপজ্জনক দেখতে লাগলেও বাভুমাকে আউট করে পার্টনারশিপ ভাঙেন জাদেজা। মিডল অর্ডারে ব্রিটজকে এবং ব্রেভিস ভাল শুরু করেন।
কিন্তু তাঁরা কেউই বড় রানে পরিণত করতে পারেননি। ব্রিটজকেকে(২৪) ফেরান প্রসিদ্ধ এবং ব্রেভিসকে(২৯) ফেরান কুলদীপ যাদব। এডেন মার্করামও ফেরেন ১ রানে।
রান করতে পারেননি কভিন বসচ এবং মার্কো জানসেনও। শতরান করা ডি-কককে বোল্ড করেন প্রসিদ্ধ কৃষ্ণা। শেষের দিকে কেশব মহারাজের অপরাজিত ২০ রানের দৌলতে ২৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
কুলদীপ এবং প্রসিদ্ধ ৪টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন অর্শদীপ এবং জাদেজা। তিন ম্যাচের একদিনের সিরিজের ফল এখন ১–১।
শনিবার যে জিতবে সিরিজ তাদের। এদিকে, ভারতীয় দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো হচ্ছে তিলক ভার্মাকে।
