আজকাল ওয়েবডেস্ক: ভারত–দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচে বিশাখাপত্তনমে ২৭১ রান তাড়া করে ৯ উইকেটে জয় এবং ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনও রাখঢাক না করেই ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে তাঁর কোচিংকে ঘিরে যে সমালোচনা চলছে, সেই প্রসঙ্গে গম্ভীর জানালেন, টেস্ট সিরিজ হারের পর কিছু মন্তব্য তাঁকে বিস্মিত করেছে। নাম না করে তিনি আক্রমণ করেন এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তাকেও।

ভারতীয় দলের হেড কোচ সরাসরি নাম না নিলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি ইঙ্গিত করছেন দিল্লি ক্যাপিটালসের শীর্ষকর্তা পার্থ জিন্দালের দিকে।

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হারের পর জিন্দাল ভারতীয় টেস্ট দলের জন্য আলাদা ‘রেড-বল কোচ’ নিয়োগের কথা বলেছিলেন।

গম্ভীরের মতে, এক আইপিএল টিমের কর্ণধারের মালিকের এমন মন্তব্য ‘সীমা লঙ্ঘন’। গম্ভীর বলেন, ‘কিছু মানুষ আছেন যাদের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। একজন আইপিএল কর্তা পর্যন্ত স্প্লিট কোচিংয়ের কথা লিখেছেন। এটা খুবই অবাক করার মতো। নিজের জায়গায় থাকা খুব জরুরি। আমরা তো ওদের কাজে নাক গলাই না, তাহলে ওদেরও আমাদের নিয়ে মন্তব্য করার অধিকার নেই।’

সাম্প্রতিক ব্যর্থতা গম্ভীরের ওপর চাপ বাড়িয়েছে। তাঁর কোচিংয়ে ভারত গত সাতটি হোম টেস্টের মধ্যে পাঁচটিতে হার দেখেছে।

টানা দু’বছর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জাও পোহাতে হয়েছে। ইডেনে প্রথম টেস্টে ভারতের ব্যাটিং ধস এবং আড়াই দিনের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর পিচ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তবে গম্ভীর পিচকে দায়ী করতে নারাজ।

তাঁর মতে, ব্যাটাররা ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছেন, সেটাই আসল সমস্যা। গম্ভীর আরও অভিযোগ করেন, প্রথম টেস্টে ভারতের অধিনায়ক এবং দলের সেরা ফর্মে থাকা ব্যাটার শুভমান গিল দু’ইনিংসেই ব্যাট করতে পারেননি।

এই গুরুত্বপূর্ণ তথ্যটি কোনও সংবাদমাধ্যমই যথাযথভাবে তুলে ধরেনি। তিনি বলেন, ‘হ্যাঁ, ফলাফল আমাদের পক্ষে যায়নি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, একটিও মিডিয়া হাউস বা সাংবাদিক বলেননি যে প্রথম টেস্টে আমরা অধিনায়ককে পাইনি। ছ’টি টেস্ট খেলে প্রায় হাজার রান করা একজন ইন-ফর্ম ব্যাটারকে না পাওয়াটা বড় ধাক্কা। ব্যবধান ছিল মাত্র ৩০ রান। আমি প্রেস কনফারেন্সে অজুহাত দিই না, তাই বলে আপনাদেরও সত্যি সামনে আনার দায়িত্ব নেই এটা তো হতে পারে না।’

ভারতীয় কোচ আরও জানান, দলে ট্রানজিশনের সময়ে এমন পরিস্থিতি স্বাভাবিক, তবে বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, তাতে পুরো ঘটনাটা অনেক জায়গায় তুলে ধরা হয়নি।