আজকাল ওয়েবডেস্ক: গত ম্যাচে হারের পর শিভম দুবের জায়গায় কনকাশন সাব হিসেবে হর্ষিত রানার নামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু আজ কী নিয়ে বলবেন? বলার মত কিছু আছে কি? অবশ্যই আছে, কিন্তু সেটা বলতে হবে নিজের দলকেই। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫০ রানে ইংল্যান্ডকে হারাল ভারত। ইংলিশ বোলারদের যেভাবে পেটালেন অভিষেক শর্মা, ম্যাচের পর বোলারদের পারফরম্যান্সে খানিকটা হতাশা প্রকাশ করে গেলেন বাটলার। যে জোফ্রা আর্চারকে নিয়ে এত কথা তিনি ইতিমধ্যেই সিরিজের একটি ম্যাচে চার ওভারে ৬০ খেয়ে বসেছিলেন। এদিন চার ওভারে খেলেন ৫৫। জেমি ওভারটন তিন ওভারে খেলেন ৪৮। মার্ক উড এবং ব্রাইডন কার্স রান কম না দিলে এই ২৪৭ কোথায় গিয়ে দাঁড়াত কে জানে।
ওয়াংখেড়েতে এদিন খাতায় কলমে নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতের কাছে এটা ছিল জবাবের ম্যাচ। আর দেশের হয়ে জবাব দিয়ে গেলেন অভিষেক শর্মা আর মহম্মদ শামি। শুরুতে ব্যাট করতে নামার পরেই এদিন স্পষ্ট বোঝা গিয়েছিল ভারতের লক্ষ্য। ওয়াংখেড়ের এই পাটা পিচে শুরু থেকেই রানের পাহাড় তুলতে শুরু করে দিয়েছিলেন অভিষেক। সঞ্জু সফল না হলেও এদিন পাওয়ার প্লে-তে ভারতের রান গিয়ে দাঁড়ায় ৯৫। অভিষেক শর্মার ৫৪ বলে ১৩৫ ছাড়া ভারতের বাকি ব্যাটাররা সেরকম কেউ বড় রান পাননি। শেষের দিকে শিভম দুবের ১৩ বলে ৩০ দ্রুত রান তুলতে সাহায্য করে ভারতকে। ২০ ওভারে ২৪৮ রানের বিশাল লক্ষ্য ইংল্যান্ডের কাছে।।
বল করতে নেমে ৪৪৪ দিন পর আন্তর্জাতিক স্তরে উইকেট পেলেন মহম্মদ শামি। আউট করলেন বিপজ্জনক বেন ডাকেটকে। বাটলাররা এদিন সকলেই ব্যর্থ। একমাত্র ফিল সল্ট ২৩ বলে ৫৫ করে দলের রান ৫০ পেরোতে সাহায্য করলেন। সল্ট একদিকে আর একদিকে বেথেলের ১০ বাদে কেউ দু’অঙ্কের ঘরেও পৌঁছননি। শামি ২৫ রান দিয়ে তিনটি এবং অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, শিভম দুবে নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন রবি বিষ্ণোই। কিছুদিন পর থেকেই শুরু হয়েছে একদিনের সিরিজ, ইংল্যান্ডের হয়ে ফিরছেন ফর্মে থাকা জো রুট এবং ভারতের হয়ে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে।
