আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে প্রথম ইনিংসেও অনেকটা পারথের চিত্র দেখা গেল ভারতের ব্যাটিংয়ে। পারথের প্রথম ইনিংসের তুলনায় ৩০ রান বেশি করে ১৮০ রানে অলআউট ভারত। এবার পুরো ভরসা বুমরাদের ওপর। প্রথম বলে জয়সওয়ালের আউট হওয়ার পর খেলার হাল ধরেন কেএল রাহুল এবং গিল। মনে হচ্ছিল, এই পার্টনারশিপে ভর করেই ম্যাচে ফিরবে ভারত। কিন্তু গোলাপি বলেই পালিশ একটু উঠতেই টিম ইন্ডিয়াকে জোর ধাক্কা দেন স্টার্ক।
তাঁর বলেই ক্যাচ দিয়ে ফেরেন রাহুল (৩৭)। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করা বিরাট হলেন ফের ব্যর্থ। মাত্র ৭ রান করে ফিরে যান স্টার্কের বলে। এরপরই বোলান্ডের বলে এলবিডবলিউ হন গিল (৩১)। ব্যর্থ হন অধিনায়ক রোহিত শর্মাও(৩)। শেষের দিকে রবি অশ্বিন এবং নীতীশ রেড্ডির রানে ভর করে ১৮০ তোলে টিম ইন্ডিয়া। পারথের পর অ্যাডিলেডেও দুর্দান্ত খেললেন তিনি। স্টার্ক, বোল্যান্ড, মার্শ কাউকেই রেয়াত করেননি তিনি। পিঙ্ক বল টেস্টে টস জেতে ভারত। আর জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত।
অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলে হয়েছে তিনটি পরিবর্তন। দলে ফিরলেন রোহিত শর্মা, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিন। পারথ টেস্টের দল থেকে বাদ পড়লেন দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর। রোহিত ও গিল ফেরায় পাডিক্কাল ও জুড়েল যে বাদ পড়বেন এটা প্রত্যাশিত ছিল। কিন্তু সুন্দর কেন বাদ তা বোঝা গেল না। পারথ টেস্টে ব্যাট হাতে ভালই খেলেছিলেন। বলও খারাপ করেননি। তবুও পিঙ্ক বল টেস্টে ম্যানেজমেন্ট ভরসা রাখল বহু যুদ্ধের নায়ক অশ্বিনের উপরেই।
