আজকাল ওয়েবডেস্ক:‌ গুয়াহাটি টেস্ট হারের ভ্রুকুটির পাশাপাশি চোট আতঙ্ক টিম ইন্ডিয়ায়। এবার বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান হাতের কনুইয়ে চোট পেলেন পেসার মহম্মদ সিরাজ। 


দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ৭৫তম ওভারে এই ঘটনার পর কিছুক্ষণের জন্য মাঠ ছাড়তে হয় জোরে বোলারকে। 


সিরাজের চোট কতটা গুরুতর, সে সম্পর্কে কিছু জানানো হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। তবে মাঠ ছাড়ার সময় সিরাজের ডান হাতে অস্বস্তি বোঝা গিয়েছে। ডান হাতের কনুই ছাড়া কাঁধেও চোট পেয়েছেন তিনি। নীতীশ কুমার রেড্ডির বলে স্কোয়্যার লেগ বাউন্ডারিতে শট মারেন ট্রিস্টান স্টাবস। বাউন্ডারি বাঁচাতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে পারেননি সিরাজ। মাটিতে পড়ে যান। সিরাজ নিজেই ডান হাত ঘুরিয়ে বোঝার চেষ্টা করেন চোট কতটা গুরুতর। ডেকে পাঠান দলের ফিজিওকে। তাঁর সঙ্গেই মাঠ ছাড়েন।


সিরাজের পরিবর্তে ফিল্ডিং করতে নামেন দেবদত্ত পাডিক্কাল। সিরাজকে অবশ্য বেশিক্ষণ মাঠের বাইরে থাকতে হয়নি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৭৮ত‌ম ওভারে মাঠে ফেরেন। তার পরই স্টাবসের ক্যাচ ফেলেন তিনি। সে সময় স্টাবসের রান ছিল ৮৭।


প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিরাজের চোট ততটা গুরুতর নয়। তেমন হলে কয়েক মিনিট পরেই তাঁকে আবার নামানোর ঝুঁকি নিত না ভারতীয় শিবির। বুধবার দরকার হলে তাঁর ব্যাট করতে সমস্যা হবে না বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

 
এদিকে, গুয়াহাটি টেস্টে হারের আতঙ্ক ভারতীয় শিবিরে। ৫৪৯ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ২৭। এখনও পিছিয়ে ৫২২ রানে। শেষ দিন প্রোটিয়াদের চাই আর আট উইকেট।