আজকাল ওয়েবডেস্ক: আগের দিনই পাকিস্তান ক্রিকেটের পতনের জন্য ইমরান খানকে দায়ী করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি। এবার জেলে বসে পাক ক্রিকেটের বিপর্যয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর বোন আলিমা খান জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে প্রচণ্ড হতাশ ইমরান। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় আয়োজক দেশ। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হারের পর ভারতের কাছেও হারে রিজওয়ানরা। তাতে প্রচণ্ড হতাশ বিশ্বকাপজয়ী অধিনায়ক। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দাদা ইমরান খানের সঙ্গে দেখা করে বেরোনোর সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা জানান, 'ভারতের কাছে হারায় খুবই হতাশ ইমরান খান।'
১৯৯২ সালে তাঁর হাতেই উঠেছিল বিশ্বকাপ। সেই দেশের ক্রিকেটের এমন হতশ্রী অবস্থা মানতে পারছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইমরানের বোন জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির ক্রিকেটবোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আলিমা বলেন, 'ইমরান মনে করেন, পছন্দের পাত্রদের এইধরনের পদে বসিয়ে দেওয়া হলে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।' পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন জানান, জেলে বসেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখেন ইমরান। প্রসঙ্গত, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে পাকিস্তান ক্রিকেটের এই হালের জন্য ইমরান খানকে দায়ী করেন পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি। নিজের এক্সে হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন তিনি। নাজম শেঠি বলেন, 'পাকিস্তানের ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ অব্যাহত ছিল। নতুন পলিসি আনা হয়। বিদেশি কোচ আনা হত, এবং অল্প দিনেই ছেঁটে ফেলা হত। নির্বাচকদের ইচ্ছামত মনোনীত করা হত। পুরোনোদের ফিরিয়ে এনে মেন্টর করা হত। শেষপর্যন্ত প্লেয়ারদের হাতে পাওয়ার, অধিনায়কের সঙ্গে ইগোর লড়াই, দলবাজি চালু হয়। তার ফল আমাদের সামনে।' ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরই ইস্তফা দেন নাজম শেঠি।
