আজকাল ওয়েবডেস্ক: দুই ম্যাচে শুভমন গিলের ব্যর্থতার পর তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই দাবি করছেন, তাঁর বদলে সঞ্জু স্যামসনকে দলে ফেরানো উচিত। এটাই অপছন্দ আশিস নেহরার। মাত্র দুই ম্যাচ পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তাঁকে খরচের খাতায় ফেলে দেওয়া উচিত নয়, দাবি গুজরাট ইন্ডিয়ান্সের কোচের। এশিয়া কাপ দিয়ে টি-২০ তে প্রত্যাবর্তন করলেও সাফল্য আসেনি। শেষ ১০ ম্যাচে মাত্র ১৮১ রান। স্ট্রাইক রেট ১৪০ এর নীচে। আইপিএলে খুব কাছ থেকে শুভমনকে দেখেছেন নেহরা। তিন মাস পরই আইপিএল। তার আগে কি তিনি চিন্তিত? প্রসঙ্গ ধুলিস্যাৎ করে দিলেন গুজরাটের কোচ। নেহরা বলেন, 'তিন মাস ভুলে যাও, আইপিএল যদি তিন সপ্তাহ দূরে থাকত, তাহলেও আমি চিন্তিত হতাম না। কারণ আমরা টি-২০ ফরম্যাট নিয়ে কথা বলছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র দুটো ম্যাচ খেলা হয়েছে।'
প্রাক্তন ভারতীয় বোলার মনে করেন, মাত্র কয়েকদিনের পারফরম্যান্সে এবং পরিসংখ্যানের বিচারে ভারতে একজন প্লেয়ারকে যাচাই করা হয়। নেহরা বলেন, 'এটাই আমাদের সমস্যা। এইধরনের টুর্নামেন্টে মাত্র দু'তিনটে ম্যাচের ব্যর্থতা দিয়ে শুভমন গিলের মতো একজন ক্রিকেটারের বিচার করা উচিত না। তাহলে বিষয়টা আরও কঠিন হয়ে যাবে।' কটাক্ষের সুরে বিকল্প ব্যবস্থাও বাতলে দেন। তিনি দাবি করেন, পরিবর্তন বাধ্যতামূলক হলে, অনেক বিকল্প রয়েছে। নেহরা বলেন, 'হাতে অনেক বিকল্প রয়েছে। অভিষেক শর্মা, শুভমন গিলকে সরিয়ে ঋতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শনকে খেলানো যেতে পারে। ওদেরও সরিয়ে দিলে ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষাণও ওপেন করতে পারে। এরপর এক-দুটো ম্যাচ ব্যর্থ হলে, তাঁদের মেধা নিয়ে যদি প্রশ্ন ওঠে, এর থেকে কঠিন কিছু হয় না।' গিলের হয়ে ব্যাট ধরেন নেহরা।
চোট সারিয়ে দলে ফিরেছেন। এবার ব্যাট হাতেও শুভমন গিলের দাপুটে প্রত্যাবর্তনের আশায় ইরফান পাঠান। মঙ্গলবার থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়েছে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার মনে করছেন, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ওপেনিংয়ে এবার নিজের জায়গা পাকা করে নেওয়া উচিত গিলের। সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগেই নিজেকে ওপেনিংয়ে প্রতিষ্ঠিত করতে হবে শুভমনকে। ভারতের দীর্ঘমেয়াদি ওপেনার হওয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। এই প্রসঙ্গে পাঠান বলেন, 'টি-২০ ক্রিকেটের টপ অর্ডারে শুভমন গিলের উচিত নিজের জায়গা পাকা করে নেওয়া। আমরা এমন প্লেয়ারদের গুরুত্ব দিই যারা সব ফরম্যাটে খেলতে পারে। ওর আইপিএল রেকর্ড বলে দিচ্ছে ও কত ভাল খেলতে পারে। এই পাঁচ ম্যাচের সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। চোট সারিয়ে ফিরছে। ভাল ব্যাটিং পিচ পাবে। উইকেটে পেস এবং বাউন্স থাকবে। ধর্মশালায় ব্যাটিং উপভোগ করবে।' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে ফিরতে মরিয়া থাকবেন গিল।
