আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় পরপর টেস্ট ম্যাচ জেতার নজির রয়েছে ভারতীয় দলের। প্রথমবার ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে। তারপর ২০২০-২১ মরশুমে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে ব্যাক টু ব্যাক টেস্ট জেতে টিম ইন্ডিয়া। এবার রোহিত শর্মার নেতৃত্বে আবার জোড়া জয়ের চেষ্টায় নামবে ভারতীয় দল। বর্তমানে সিরিজ ১-১। বাকি দুটো টেস্ট। মেলবোর্ন এবং সিডনিতে জিততে পারলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করবে রোহিত অ্যান্ড কোম্পানি। তৃতীয় বর্ডার-গাভাসকর ট্রফি জেতার বিষয়ে আশাবাদী রবীন্দ্র জাদেজা।
পারথে ২৯৫ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করে ভারত। কিন্তু অ্যাডিলেডে ১০ উইকেটে হার। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র। ভারতীয় অলরাউন্ডার মনে করেন, মেলবোর্নে লিড নেওয়ার ক্ষমতা আছে তাঁদের। জাদেজা বলেন, 'আমরা ভাল জায়গায় আছি। তিন ম্যাচের পর সিরিজ ১-১। বাকি দুটো টেস্ট আকর্ষণীয় হবে। দুটোর মধ্যে একটা ম্যাচ জিততে পারলে, আমাদের সিরিজ জয়ের সম্ভাবনা থাকবে। এখানে আমরা শেষ দুটো সিরিজ জিতেছি। আমাদের সামনে ভাল সুযোগ আছে। এমসিজি টেস্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।'
তিন টেস্টের মধ্যে শুধুমাত্র ব্রিসবেন টেস্টে খেলেন জাদেজা। উইকেট না পেলেও ব্যাট হাতে ৭৭ রান করেন। ফলো অন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মেলবোর্নে সুযোগ পেলে, নিজের সেরাটা দিতে চান। জাদেজা বলেন, 'প্রথম দুটো টেস্টে আমি খেলিনি, তবে প্র্যাকটিসের ফলে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাই। নেটের পরিশ্রম ম্যাচে কাজে লেগেছে।' মেলবোর্নের পিচ ভারতীয় ক্রিকেটারদের খেলার ধরনের সঙ্গে মানানসই। তাই এমসিজিতেই সিরিজে এগিয়ে যেতে মরিয়া টিম ইন্ডিয়া।
