আজকাল ওয়েবডেস্ক: ২০২৭-২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় ছোট দলগুলির জন্য চার দিনের টেস্ট ম্যাচ অনুমোদনের পথে হাঁটছে আইসিসি। তবে সূত্রের খবর ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড প্রথাগত নিয়মেই পাঁচ দিনের টেস্ট খেলতে পারবে। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এই পরিবর্তন কার্যকর হলে ছোট দলগুলি বেশি টেস্ট খেলতে পারবে। সেই সঙ্গে লম্বা সিরিজ আয়োজন করাও সহজ হবে। লন্ডনে সদ্যসমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়, আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের টেস্টের পক্ষে সমর্থন জানিয়েছেন বলে সূত্রের খবর।
তবে অ্যাশেজ, বর্ডার-গাভাসকার ট্রফি ও সদ্য নামকরণ হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফির মতো বড় সিরিজে পাঁচ ম্যাচের পাঁচ দিনের টেস্টই খেলা হবে। আগামী ২০ জুন ইংল্যান্ড ও ভারত এই ট্রফির প্রথম টেস্ট খেলবে হেডিংলেতে। প্রসঙ্গত, ২০১৭ সালেই প্রথমবারের জন্য দ্বিপাক্ষিক সিরিজে চার দিনের টেস্টের অনুমোদন দিয়েছিল আইসিসি। ইংল্যান্ড ইতিমধ্যেই আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ‘অনেক ছোট দলই টেস্ট আয়োজন করতে চায় না কারণ সময় ও খরচ বেশি। চার দিনের টেস্টে পুরো তিন ম্যাচের সিরিজ তিন সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব’। তবে চার দিনের টেস্ট ম্যাচে প্রত্যেক দিনে ৯৮ ওভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৫-২৭ চ্যাম্পিয়নশিপে আগের মতোই পাঁচ দিনের ম্যাচে হবে। মঙ্গলবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের সিরিজ দিয়ে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এবার মোট ২৭টি সিরিজ খেলা হবে নয়টি দেশের মধ্যে। এর মধ্যে ১৭টি সিরিজ দু’ম্যাচের, ছ’টি সিরিজ হবে তিন ম্যাচের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত একে অপরের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে।
