আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে আইসিসি। প্রত্যেক ফরম্যাটেই থাকবে নতুন আপডেট। ২০২৫-২৬ ক্রিকেট ক্যালেন্ডার থেকে নতুন নিয়ম চালু হবে। একদিনের ক্রিকেটে এবং টি-২০ ক্রিকেটে নতুন নিয়মকানুন জুলাই থেকে কার্যকরী হবে। তবে জুন মাস থেকে টেস্ট ক্রিকেটে নিয়মগুলো চালু হয়ে যাবে। নতুন নিয়মেই খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সাইকেল। একদিনের বিশ্বকাপের পর ২০১১ সাল থেকে দুটো নতুন বল ব্যবহার হয়। কিন্তু তাতে রিভার্স সুইং হয় না। ব্যাটিংয়ের ধরন বদলে যাওয়ায় স্পিনাররা মানিয়ে নিতে হিমশিম খায়। তাই একদিনের ক্রিকেটে আবার এক বল ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনা হচ্ছে। যেমন ২০১১ সালের আগে ছিল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, '১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দুটো নতুন বল ব্যবহার করা যাবে। ৩৪ ওভারের শেষে, ৩৫ ওভার শুরু হওয়ার আগে ফিল্ডিং করা দলকে দুটো বলের মধ্যে একটা বল বেছে নিতে হবে। সেই বলটাই ৩৫ থেকে ৫০ ওভার পর্যন্ত ব্যবহার করা হবে।' সুতরাং, ইনিংসের শেষ ১৬ ওভারে একটাই বল ব্যবহার করা হবে। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে, খেলা ২৫ ওভার বা তার বেশি কমিয়ে আনা হলে, দুটো দলকেই একটা করে নতুন বল দেওয়া হবে। কনকাশন সাবস্টিটিউটের ক্ষেত্রেও নিয়ম বদলে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী দলগুলোকে পাঁচজন কনকাশন সাবস্টিটিউট তৈরি রাখতে হবে। ম্যাচ শুরুর আগে দলগুলোকে একজন ব্যাটার, উইকেটকিপার, স্পিনার, পেসার এবং অলরাউন্ডারের তালিকা দিতে হবে। তবে এই পাঁচজনের বাইরে কাউকে ব্যবহার করা যাবে কিনা, সেটা সম্পূর্ণ ম্যাচ রেফারির সিদ্ধান্ত। ডিআরএসের নিয়মেও কিছু পরিবর্তন হবে। তবে অ্যাপেক্স কাউন্সিল এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি। সময়মতো জানিয়ে দেওয়া হবে। কিছু নিয়ম একই থাকবে।