আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর একদিন আগে বড় ধাক্কা ভারতীয় দলে। দুবাই ছেড়েছেন দলের বোলিং কোচ মর্নে মর্কেল। জানা গিয়েছে, পারিবারিক কারণে দুবাই থেকে দেশে ফিরে গিয়েছেন তিনি। তবে এক রিপোর্ট অনুযায়ী, মর্নে মর্কেলের বাবা অ্যালবার্ট মর্কেল প্রয়াত হওয়ায় তিনি দেশে ফিরেছেন। সোমবার ১৭ ফেব্রুয়ারি দলের প্র্যাকটিস সেশনে উপস্থিত থাকতে পারেননি মর্কেল। প্রতিযোগিতার মাঝপথে তিনি দলে ফিরবেন কি না সেটাও নিশ্চিত ভাবে জানানো হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ফ্রন্টলাইন পেসার নিয়ে দুবাই গিয়েছে ভারতীয় দল। ভারতের স্কোয়াডে তিনজন বিশেষজ্ঞ পেসার রয়েছেন।
জসপ্রীত বুমরা পিঠের চোটের কারণে ছিটকে যাওয়ার পর, তরুণ পেসার হর্ষিত রানা সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি, দলে জায়গা পেয়েছেন অর্শদীপ সিংও। ফাস্ট বোলিং বিভাগে বিকল্প হিসেবে রয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়াও। দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে পাঁচ স্পিনারকে দলে রাখা হয়েছে। শেষ মুহূর্তে যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। আগামী ২০ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত। ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পাকিস্তান। তারপর লম্বা বিরতি কাটিয়ে পর ২ মার্চ মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
