আজকাল ওয়েবডেস্ক: জল্পনা চলছে ফাইনালের বল গড়ানোর আগে থেকেই। জল্পনার কেন্দ্রে সেই রোহিত শর্মা। কিন্তু ফাইনাল চলাকালীন যে ছবি দেখা গেল, তাতে নতুন করে জল্পনার জন্ম দিলেন রবীন্দ্র জাদেজা। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কি শেষবার একসঙ্গে খেলতে দেখা গেল মহাত্রয়ীকে? রোহিত শর্মা, বিরাট কোহলি আর  রবীন্দ্র জাদেজাকে? 

ফাইনাল শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, মহাম্যাচের 
পরই নাকি রোহিত শর্মা নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে আলোচনা করে নিজের ভবিষ্যৎ স্থির করবেন। 

কিন্তু এদিন রবীন্দ্র জাদেজা ও বিরাট কোহলির আলিঙ্গনাবদ্ধ ছবি কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে নতুন প্রশ্ন তৈরি করল। 

তাঁর কোটার ১০ ওভার শেষ করার পরে বিরাট কোহলি দীর্ঘসময় জড়িয়ে ধরেন জাদেজাকে। আর দুজনের এহেন আলিঙ্গন কিন্তু জল্পনার আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। সেই দৃশ্য দেখার পরে ক্রিকেটপ্রেমীরা কিন্তু মনে করছেন হয়তো রবীন্দ্র জাদেজাও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন দুবাইয়ে। 

অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পরে স্টিভ স্মিথের সঙ্গে কোহলির আলিঙ্গনের দৃশ্য দেখার পরে অনেক ক্রিকেটভক্তই মনে করছিলেন, কোহলি মাঠেই জানতেন স্মিথ ওয়ানডে থেকে অবসর নেবেন। সেই সেমিফাইনালের পরদিনই ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন স্মিথ। 

ক্রিকেটভক্তরা ফিরে যাচ্ছেন আরও আগে। বর্ডার-গাভাসকর ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেও কোহলির আবেগপ্রবণ কথাবার্তার পরই জানতে পারা যায় রবিচন্দ্রন অশ্বিন ব্যাট-প্যাড তুলে রাখছেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৩০ রান খরচ করলেন। নিলেন একটি উইকেট। দুর্দান্ত স্পেল জাদেজার। তার পরই কোহলির সঙ্গে জাদেজার আলিঙ্গনের দৃশ্য। তবে কি জাদেজাও শেষ ম্যাচ খেলতে নেমে পড়েছেন দুবাইয়ে?