আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত–নিউজিল্যান্ড। ভারত ফেবারিট হয়েই নামবে। এখনও অবধি টুর্নামেন্টে রোহিতরা অপরাজেয়। এবার জিতলে তিন বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারতীয় দল। এর আগে ২০০২ ও ২০১৩ সালে এই ট্রফি জিতেছিল ভারত।
ফাইনালের পরিকল্পনায় ব্যস্ত দুই দল। এদিকে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার জানিয়েছেন, ভারতকে হারাতে হলে ভুলে যেতে হবে যে তারা শক্তিশালী দল। কিউয়িদের জন্য তাঁর দাওয়াই, ‘ভারতকে হারাতে হলে ভুলে যেতে হবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামছ। ভুলে যেতে হবে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। ভুলে যেতে হবে তোমার দুর্বলতা। তাছাড়া স্যান্টনারের মধ্যে বিশ্বাস আছে। অধিনায়ক হিসেবে ও ট্রফিটা জিততে চায়।’
শোয়েব আরও বলেছেন, ‘সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। রোহিত শুরু থেকেই আক্রমণ করবে। কিউয়ি স্পিনারদের মারতে চাইবে। স্যান্টনারকে মারতে চাইবে। ওই সময়েই পরিস্থিতি সামলাতে হবে। আমার বিশ্বাস স্যান্টনার তা পারবে।’ এরপরই শোয়েব বলেছেন, ‘ফাইনালে এগিয়ে ভারত। ৭০–৩০। ব্যাটিং হোক, স্পিনার হোক, অভিজ্ঞতা হোক। সবেতেই এগিয়ে ভারত।’ শোয়েবের মতে, কিউয়িদের চ্যাম্পিয়ন হতে গেলে সেরা ক্রিকেটটা খেলতে হবে।
শোয়েব মালিকের কথায়, ‘ভারতীয় ব্যাটাররা খুব ভাল স্ট্রাইক রোটেট করতে পারে। খুব ভাল রান তাড়া করতে পারে।’
