আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৩ বছরেই কোটিপতি বৈভব সূর্যবংশী। বিহারের এই কিশোর ক্রিকেটার যে বহু দূরের ঘোড়া, তা বোঝাই যাচ্ছে। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ। নিলামে তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় নেয় রাজস্থান রয়্যালস। 

ছেলেকে ক্রিকেটার তৈরি করার স্বপ্ন দেখতেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য তিন বছর আগে জমি বিক্রি করে দেন। রাজস্থান রয়্যালস তাঁর ছেলে বৈভবকে দলে নেওয়ায় বাক্যিহারা সঞ্জীব। 

সংবাদ সংস্থা পিটিআই-কে সঞ্জীব বলেছেন, ''বৈভব এখন কেবল আমাদের সন্তান নয়। ও গোটা বিহারের সন্তান।'' 

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলার জন্য বৈভব এখন দুবাইয়ে রয়েছেন। সঞ্জীব তাঁর কোটিপতি ছেলের সম্পর্কে বলেন, ''আমার ছেলে কঠিন পরিশ্রম করেছে। আট বছর বয়সে অনূর্ধ্ব ১৬ ডিস্ট্রিক্ট ট্রায়াল দিয়ে উতরেছে। আমি সমস্তিপুরে ওকে ক্রিকেট কোচিংয়ের জন্য দিয়ে আসতাম।'' 

ক্রিকেট খেলার খরচ রয়েছে। সেই সম্পর্কে সঞ্জীব বলছেন, ''অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। খরচসাপেক্ষ ব্যাপার। কী বলব বলুন, আমি তো আমার জমি পর্যন্ত বেচে দিয়েছি। এখনও আর্থিক অবস্থার উন্নতি হয়নি।'' 

জেদ্দায় অনুষ্ঠিত নিলামে একসময়ে বৈভবকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে যায় রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে।    

খবরের ভিতরের খবর ফাঁস করে সঞ্জীব বলছেন, ''রাজস্থায় রয়্যালস বৈভবকে নাগপুরে ট্রায়াল দেওয়ার জন্য ডেকেছিল। বিক্রম রাঠোর স্যর ওকে ম্যাচের পরিস্থিতি দেন। এক ওভারে ১৭ রান তুলতে বলা হয়েছিল বৈঠবকে। ও তিনটে ছক্কা মারে। ট্রায়ালে আটটি ছক্কা ও চারটি চার মারে।'' 

মাত্র ১৩ বছর বয়সেই বিস্ময়বালক বৈভবের কীর্তি গোটা দেশের নজর কেড়েছে। বৈভব সম্পর্কে কথিত রয়েছে, তিনি এক বছরে বিভিন্ন টুর্নামেন্ট খেলে ৪৯টি সেঞ্চুরি করেছেন। সেই ছেলেই এবার রাজস্থান রয়্যালসে। সেখানে রাহুল দ্রাবিড়ের হাতে পড়ে অন্য রূপ ধারণ করবে বলেই মনে করছে ক্রিকেটমহল।