আজকাল ওযেবডেস্ক: যত কাণ্ড মেলবোর্নেই। শুরুতেই স্যাম কনস্টাস আগুন জ্বালিয়েছিলেন। বুম বুম বুমরাকে আক্রমণ করেন। পরে ভাঙনের মুখে নীতীশ রেড্ডি সেঞ্চুরি করে ভারতের ফলো অন বাঁচান। 

অনেকেই কনস্টাসের ঘোর থেকে বেরোতে পারেননি। ভারতের তারকা বোলার বুমরাই কি পেরেছেন? তিনিও মনে হয় এখনও পুরোদস্তুর বেরিয়ে আসতে পারেননি। 

সেভেন ক্রিকেট একটি ভিডিও শেযার করেছে। সেই  ভিডিওয় দেখা যাচ্ছে 'বুম বুম বুমরা' বলছেন, ''অনেক কিছুর অভিজ্ঞতা আছে আমার। টি-টোয়েন্টি ক্রিকেট বহু খেলেছি। বারো বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। কনস্টাস বেশ আকর্ষণীয় ব্যাটসম্যান। তবে কোনও সময়েই মনে হয়নি যে আমি ওকে আউট করতে পারব না। গোড়ার দিকে আমার মনে হয়েছিল, প্রথম দু'ওভারে ওকে আমি ছ-সাত বার আউট করতে পারব। কিন্তু এটাই ক্রিকেট। কখনও সব ঠিকঠাক খেটে যাবে। কখনও কিছুই ঠিকঠাক হবে না। তখন আপনারাই আমাকে সমালোচনা করবেন। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। নতুন নতুন চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে থাকি।'' 

বুমরার ওভারে কনস্টাস দুটো ছক্কা মারেন। প্রায় তিন বছর পরে টেস্ট ক্রিকেটে বুমরাকে কেউ ছক্কা মারল। ১৯ বছরের তরুণের এই আগ্রাসী ব্যাটিংয়ে অনেকেই অবাক। অবাক বুমরাও।