আজকাল ওয়েবডেস্ক: ৭৮-তম সন্তোষ ট্রফি হবে হায়দরাবাদে। ৫৭ বছর পর সন্তোষ ট্রফির আসর বসতে চলেছে নিজামের শহরে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই খবর জানানো হয়েছে। ১৯৬৬-৬৭ মরশুমে শেষবার হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছিল সন্তোষ ট্রফি। সেবার সার্ভিসেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রেলওয়েজ। 

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড হবে বলে জানা গিয়েছে। আয়োজক সংস্থা বলে তেলেঙ্গানা বাই পয়েছে। ন'টি গ্রুপের সেরা দল এবং গত বারের ফাইনালিস্ট সার্ভিসেস ও গোয়াকে নিয়ে হবে এবারের টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেলা হবে নভেম্বরে। জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি হবে। গ্রুপ সি-তে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের সঙ্গে রয়েছে বাংলা। 
এদিকে সন্তোষ ট্রফির জন্য বাংলার কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জয় সেন। গত কয়েকবছরে সন্তোষ ট্রফিতে সাফল্য পায়নি বাংলা। সম্প্রতি বিশ্বজিৎ ভট্টাচার্য, রঞ্জন চৌধুরীরা সন্তোষ ট্রফিতে বাংলা দলকে সাফল্য এনে দিতে পারেননি। সেই কারণে অভিজ্ঞ সঞ্জয় সেনকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারীদের বেছে নিয়েছেন সঞ্জয় সেন। গোলকিপার কোচ করা হয়েছে অর্পণ দেকে। ফিজিও ভাস্কর সেনগুপ্ত। সঞ্জয় সেনের সহকারী সৌরীন দত্ত। ১৩ বা ১৪ তারিখ থেকে বাংলার ট্রায়াল শুরু হবে রবীন্দ্র সরোবরে।