আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা থেকে সরকারি অফিসার, রিঙ্কু সিংয়ের এই পরিক্রমা অনুপ্রেরণার। যোগী আদিত্যনাথ সরকার এই তারকা ক্রিকেটারকে জেলা বেসিক শিক্ষা অধিকারী পদে নিয়োগ করতে চলেছে। 

সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এবার থেকে ক্রিকেটের পাশাপাশি উত্তর প্রদেশের শিক্ষা বিভাগেও বড় ভূমিকা পালন করবেন রিঙ্কু। জেলা বেসিক শিক্ষা অধিকারীর চেয়ারে বসে কত টাকা বেতন পাবেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার? 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই পদের মূল বেতন বা বেসিক হল প্রায় ৫৬,১০০ টাকা। অভিজ্ঞতার নিরিখে মূল বেতন বাড়ে। তা সর্বোচ্চ ১,৭৭,৫০০ হতে পারে। 

ডিএ বাবদ মূল বেতনের ৪৬ শতাংশ পাবেন সংশ্লিষ্ট অফিসার। এক্ষেত্রে প্রায় ২৫,৮০৬ টাকা পাওয়া যাবে। বাড়ি ভাড়া সংক্রান্ত ভাতা বাবদ অর্থ পাবেন সংশ্লিষ্ট অফিসার। এক্ষেত্রে মেট্রো শহরে বাসকারী অফিসার পাবেন প্রায় ১৩,৪৬৪ টাকা। আর ছোট শহরে বাসকারী সংশ্লিষ্ট অফিসার পাবেন ৪,৪৮৮ টাকা। 

টিএ বাবদ প্রায় ৩৬০০ থেকে ৭২০০ পর্যন্ত টাকা পাবেন সংশ্লিষ্ট কর্মী। এছাড়াও মেডিক্যাল ভাতা, বাচ্চাদের পড়াশোনা বাবদ ভাতা-সহ আরও কিছু পাওয়া যায়। 

এর ফলে বিএসএ পদে ঢুকলে শুরুতে প্রতি মাসে ৭০-৯০ হাজার টাকা বেতন হবে রিঙ্কুর। পাবেন সরকারি বাংলো। পাবেন আরও সুযোগ সুবিধা। 

কেকেআর-এর হয়ে রিঙ্কুর দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়ে নেয় সবার। তাঁর জন্য খুলে যায় জাতীয় দলের দরজাও। আইপিএলে পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার কাীর্তিও রয়েছে রিঙ্কুর। সেই রিঙ্কুর বিয়ে পাকা। ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তার আগেই খবর এল তিনি সরকারি অফিসার হবেন। জীবন এক লহমায় বদলে গেল রিঙ্কু সিংয়ের।