আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির কাছ থেকে আরও একটা ম্যাচ জেতানো ইনিংসের প্রত্যাশা করছিল দেশ। কোহলি সেই পথেই এগোচ্ছিলেন। হেরে যাওয়া একটা ম্যাচে প্রাণ সঞ্চার করে যান। কোনও সাহায্য পাচ্ছিলেন না কোহলি। কিন্তু হর্ষিত রানা উল্টো দিক থেকে রুখে দাঁড়ানোয় একসময়ে মনে হচ্ছিল ভারত বুঝি অসাধ্য সাধন করে ফেলবে। কিন্তু ভক্তদের স্বপ্ন সফল হয়নি। কোহলি-হর্ষিত রানা ফিরে যেতেই ভারতও ম্যাচ হেরে বসে। ঘরের মাঠে ভারত ১-২ সিরিজ হেরে বসল। 

কোহলির দুর্দান্ত ইনিংস প্রশংসিত হয় সর্বত্র। তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত নিজের ইউটিউবে বলেন, ''২০২৩ বিশ্বকাপে সাইলেন্ট কিলার ছিল রবীন্দ্র জাদেজা। ওর মধ্যে উৎসাহের অভাব লক্ষ্য করা গিয়েছে। বিরাট কোহলির জন্যই খারাপ লাগছে। আর কতগুলো ম্যাচে ও রান করবে? কোহলি একা যদি রান করে, তাহলে ভারত কতগুলো ম্যাচ জিতবে?'' 

শ্রীকান্ত আরও বলেন, ''ম্যাচ জেতার জন্য ভারত একজনের উপরে কেবল নির্ভর করে রয়েছে। সত্যি কথা বলতে কী, নিউ জিল্যান্ডের বোলিং শক্তিশালী নয়। কিন্তু জেডেন লেনক্স কীভাবে ১০ ওভার বল করল! ৪২ রান দিয়ে মূল্যবান ২ উইকেট নেয়।'' 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজটা নিশ্চয় ভুলে যেতে চাইবেন রবীন্দ্র জাদেজা। বল ও ব্যাট হাতে বাঁ হাতি অলরাউন্ডার ছাপ ফেলতে পারেননি। জাদেজার সমালোচনা না করে পারেননি শ্রীকান্ত। তৃতীয় ম্যাচে জাদেজা ৬ ওভার হাত ঘুরিয়ে ৪১ রানের বিনিময়ে একটি উইকেটও নিতে পারেননি। ব্যাট হাতে ৪, ২৭ ও ১২ রান করেন জাদেজা। ওয়ানডে দলে জাদেজার ডাক পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গেল।