আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবে কোন দুটি দল? লড়াইয়ে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। দুই ও তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত।
এই মুহূর্তে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজ। তৃতীয় টেস্টে বেশ ভাল জায়গায় চলে গেছে অস্ট্রেলিয়া। আবার ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার দুই টেস্টের সিরিজ শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের এটাই শেষ টেস্ট সিরিজ। কিন্তু অস্ট্রেলিয়া এরপর শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট খেলবে।
এদিকে, ব্রিসবেনে প্রথম দিন হয়েছে বৃষ্টি। তৃতীয় দিনও বৃষ্টি হয়েছে। বাকি দু’দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অস্ট্রেলিয়া বেশ ভাল জায়গায় আছে। যদি বা বৃষ্টির জন্য টেস্ট ভেস্তে যায় সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার জন্য কোন অঙ্ক রয়েছে ভারতের সামনে। এরপর রয়েছে আর দুটি টেস্ট। মেলবোর্ন আর সিডনি।
যদি ব্রিসবেন টেস্ট ড্র হয়, আর ভারত বাকি দুই টেস্ট জেতে তাহলে চলে যাবে ফাইনালে। কারও উপর নির্ভর করতে হবে না। আর ভারত যদি ২–১ সিরিজ জেতে তাহলে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়া চলবে না। আর ভারত যদি সিরিজ ২–২ ড্র করে তাহলে শ্রীলঙ্কাকে যে কোনও ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। আর সিরিজ ১–১ হলে শ্রীলঙ্কাকে ড্র কিংবা হারাতে হবে অস্ট্রেলিয়াকে। আর চলতি বর্ডার–গাভাসকার ট্রফি যে কোনও ব্যবধানে ভারত হারলে ছিটকে যেতে হবে।
