আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হিল্টন কার্টরাইট হঠাৎই শিরোনামে। শেফিল্ড শিল্ডের ম্যাচে তাসমানিয়ার বিরুদ্ধে ব্যাট করতে করতেই তিনি পেলেন বাবা হওয়ার খবর। ব্যাটিং ছেড়ে মাঝপথেই পশ্চিম অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ছুটলেন হাসপাতালে। সেখানে গিয়ে নিজের স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে দেখে এসেই আবার নেমে পড়েন ব্যাট করতে।  

তবে খেলা চলাকালীনই যে তিনি দ্বিতীয়বার বাবা হবেন, তা ঘুণাক্ষরেও জানা ছিল না। আগে থেকে কোনও খবরও ছিল না। তাঁর স্ত্রী ৩৭ সপ্তাহের সন্তানসম্ভবা। ম্যাচের দ্বিতীয় দিন চা বিরতির সময়ে হিল্টনের কাছে হাসপাতাল থেকে ফোন আসে। জানানো হয়, তাঁর স্ত্রী তামেকাকে নিয়ে জটিলতা বেড়ে যাওয়াতেই তাঁকে লেবার রুমে নিয়ে যেতে হয়েছে। 

হিল্টন সেই সময়ে ৫২ রানে অপরাজিত ছিলেন। চা বিরতির সময়ে খবর পেয়েই কার্টরাইট পৌঁছে যান হাসপাতালে। ৩১ বছর বয়সি ক্রিকেটার বলেন, ''আমার স্ত্রী তামেকা ৩৭ সপ্তাহের সন্তানসম্ভবা। আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম হবে আর তার জন্য ম্যাচ খেলতে পারব না, এমন পরিস্থিতি মোটেও ছিল না। সেই কারণেই আমি খেলতে নামি।''

হিল্টন কিন্তু তাসমানিয়া, ম্যাচ অফিসিয়ালদের জানিয়ে রেখেছিলেন গোটা বিষয়টা। হিল্টন আরও বলেন, ''ইনিংস ব্রেকের মাঝেই তাসমানিয়াকে পরিস্থিতি সম্পর্কে অবগত করি। চা বিরতির সময়ে খবর পেয়ে ক্যাপ্টেন স্যামের সঙ্গে কথা বলে চলে যাই হাসপাতালে। পরে এসে যাতে ব্যাট করতে পারি, তাও জানিয়ে গিয়েছিলাম।'' 

হাসপাতালে গিয়ে স্ত্রী এবং সদ্যোজাত শিশুর খবর নিয়ে হিল্টন আবার চলে আসেন পারথে। তার পরে ব্যাটও করেন। হিল্টনের অবদানে পশ্চিম অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩২ রান করে। পরে ৮৩ রান তাড়া করতে নেমে হিল্টন অপরাজিত ৩৯ রান করেন। ম্যাচ জেতে পশ্চিম অস্ট্রেলিয়া।