আজকাল ওয়েবডেস্ক: চিয়ারলিডার থেকে কেউ হয়েছেন ক্রিকেটারের ঘরের বউ। কেউবা আবার হয়েছেন বিবাহ বিচ্ছিন্না। চিয়ারলিডারদের নিয়ে কত যে কালি খরচ হয়েছে, তার ইয়ত্তা নেই।
আইপিএলে চার-ছক্কার ঝড়ে চিয়ারলিডারদের নাচ বিনোদনের মশলা জোগায়। সূচনা থেকেই আইপিএলের চিয়ারলিডার এই বিদেশি কন্যারা। একবার তো চিয়ারলিডাররা বিদ্রোহ পর্যন্ত করেছিলেন। ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন।
বাউন্ডারি লাইনের ধারে দাঁড়ানো প্রাণবন্ত এই চিয়ারলিডাররা কত বেতন পান?
সূত্রের খবর অনুযায়ী, গোটা মরশুম ধরে আইপিএলে পারফর্ম করা একজন চিয়ারলিডার প্রায় ১৭ লক্ষ টাকার আশেপাশে আয় করেন।
প্রতি ম্যাচে তাঁদের পারিশ্রমিক প্রায় ১৪-১৭ হাজার টাকা। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো ফ্র্যাঞ্চাইজিরা ম্যাচ পিছু ২০ হাজার টাকা দেন চিয়ারলিডারদের।
চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লির মতো ফ্র্যাঞ্চাইজিগুলো ম্যাচ প্রতি ১২ হাজার টাকা দেয় তাঁদের।
কেকেআর আবার ম্যাচ প্রতি ২৪ হাজার টাকা দেয় চিয়ারলিডারদের।
তাছাড়া আরও সুযোগ পান চিয়ারিলডাররা। থাকা-খাওয়ার সুবিধা-সহ আরও অনেক কিছু সুবিধা পান তাঁরা। এই চিয়ারলিডারদের এনার্জি প্রাণ এনে দেয় আইপিএলে।
