আজকাল ওয়েবডেস্ক: হয়ে গিয়েছে বিশ্বকাপের ড্র।  জে গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে আলেজিরায়, অস্ট্রিয়া ও জর্ডন। অনেকেই মনে করছেন খুবই সহে গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। কিন্তু বিরুদ্ধে মতও ভেসে আসছে। বলা হচ্ছে গ্রুপ জে অত্যন্ত কঠিন একগ্রুপ। একেই টুর্নামেন্টের গ্রুপ অফ ডেথ বলছেন অনেকে। 

কবে  হবে এই গ্রুপের ম্যাচ? মেসিরা নামবেন কবে? 

১৬ জুন- অস্ট্রিয়া বনাম জর্ডন- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯.৩০ মিনিট)

১৭ জুন- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি (সকাল ৬.৩০ মিনিট)

২২ জুন- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া- ডালাস (রাত ১০.৩০ মিনিট)

২৩ জুন- জর্ডন বনাম আলজেরিয়া- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৮.৩০ মিনিট)

২৮ জুন- জর্ডন বনাম আর্জেন্টিনা- ডালাস (সকাল ৭.৩০ মিনিট)

২৮ জুন- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি (সকাল৭.৩০ মিনিট) 

এক কথায় ২০২৬ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল বলে দেওয়াই যায়। 

২০২২ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল মরক্কো। আগামী বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়েছে আফ্রিকান সিংহরা। মরোক্কো ছাড়াও এই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড। 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের গ্রুপে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান, আর ১ নম্বর ফিফা বাছাই দল। 

জার্মানি রয়েছে ই গ্রুপে।  সেই গ্রুপের বাকি দলগুলো কুরাসাও, আইভরি কোস্ট আর ইকুয়েডর। 

এইচ গ্রুপে স্পেনের সঙ্গে রয়েছে সৌদি আরব, উরুগুয়ে এবং কেপ ভার্দে। গ্রুপ পর্বেই মুখোমুখি হবেন এমবাপে ও হালান্দ। 

গ্রুপ পর্ব থেকে দুটি সেরা দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় দলও নক আউট পর্বে পৌঁছবে।