আজকাল ওয়েবডেস্ক: আজ ভারতীয় সময় গভীর রাতে এল ক্লাসিকো। লা লিগার সবচেয়ে বিস্ফোরক ম্যাচ। একদিকে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বার্সোলোনা। রিয়ালের রিমোট কন্ট্রোল হাতে তৈরি কার্লো আনচেলোত্তি। অন্যদিক বার্সা কোচ হ্যান্সি ফ্লিক শেষ মুহূর্তের তুলির টান দিতে প্রস্তুত। আগের সেই এল ক্লাসিকোর স্বাদ কি এনে দিতে পারবে আজকের এল ক্লাসিকো? বারুদে ঠাসা ম্যাচে কেমন হতে পারে বার্সা ও রিয়ালের প্রথম একাদশ? 

একসময়ে মেসি-রোনাল্ডোর লড়াই ঘিরে মেতে উঠত বিশ্ব ফুটবল। এখন যুগ বদলে গিয়েছে। উঠে এসেছেন নতুন তারকারা। তাঁদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখা যাবে এল ক্লাসিকোয়। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা তাদের প্রথম একাদশে খুব একটা পরিবর্তন আনবে না। কিন্তু রিয়াল আনতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচের পরে চোটের জন্য ছিটকে যান গোলকিপার থিবাও কর্তুয়া ও ফরোয়ার্ড রদ্রিগো।

ফলে আজকের এল ক্লাসিকোয় এই দু'জনকে ছাড়াই হয়তো প্রথম একাদশ সাজাবেন অ্যানচেলোত্তি। এই দু' জনের পরিবর্তে দেখা যেতে পারে আন্দ্রেই লুনিন এবং চুয়োমোনিকে। বহু যুদ্ধের সৈনিক লুকা মদ্রিচের পরিবর্তে দেখা যেতে পারে কামাভিঙ্গাকে।

রিয়ালের প্রথম একাদশ অনেকটা এরকম হতে পারে, রক্ষণে লুকাস ভাসকেজ, মিলিতাও, আন্তোনিও রুদিগার এবং মেন্দি। মাঝমাঠে বেলিংহামের সঙ্গে চুয়োমোনি এবং মদ্রিচ বা কামাভিঙ্গার মধ্যে যে কোনও একজনকে দেখা যেতে পারে। আক্রমণভাগে দেখা যেতে পারে বেলিংহাম, কিলিয়ান এমবাপে, এবং ভিন জুনিয়রকে। 
বার্সার প্রথম একাদশে একটি হয়তো পরিবর্তন হবে। মাঝমাঠে ফেরমিন লোপেজের জায়গায় দানি ওলমোকে হয়তো দেখা যেতে পারে। 

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ:লুনিন, ভাসকেজ, মিলিতাও, রুদিগার,  মেন্দি, ভালভের্দে, চুয়োমোনি, লুকা মদ্রিচ/কামাভিঙ্গা, বেলিংহাম, এমবাপে, ভিনি জুনিয়র। 

বার্সার সম্ভাব্য প্রথম একাদশ:পেনিয়া, বালদে, কুবারসি, মার্তিনেজ, কুন্দে, পেদ্রি, কাসাদো, লোপেজ বা ড্যানি ওলমো, রাফিনিয়া, লামিনে ইয়ামাল এবং রবার্ট লেভানডস্কি।