আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচে ফকর জামানের আউটকে কেন্দ্র করে বিতর্ক আর কমছে না। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। টেনে আনলেন আইপিএল প্রসঙ্গও।
ভারত-পাক মানেই বিতর্ক। ভারত-পাক ম্যাচ মানেই নতুন নতুন নাটক। হার্দিক পাণ্ডিয়ার বলে খোঁচা দিয়ে ফকর জামান ধরা পড়েন সঞ্জু স্যামসনের হাতে। পাকিস্তান ক্রিকেটার ও প্রাক্তনদের দাবি, সঞ্জু ক্যাচ ধরার আগে বল মাটি ছুঁয়েছিল।
বিতর্কিত সেই আউট নিয়ে মন্তব্য করতে গিয়ে আফ্রিদি টেনে এনেছেন আইপিএল প্রসঙ্গ। বুম বুম আফ্রিদি সেই ম্যাচের আম্পায়ারকে কটাক্ষ করে বলেছেন, ''ওকে তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।''
আরও পড়ুন: 'ভারতকে হারানোর ক্ষমতা সবার আছে, বাংলাদেশেরও আছে', সূর্যদের বিরুদ্ধে নামার আগে গর্জন টাইগারদের
আফ্রিদির সুরেই সুর মিলিয়েছেন মহম্মদ ইউসুফও। শোয়েব আখতারের দাবি, ফকর আউট ছিলেন না। এদিকে ভারত-পাক ম্যাচে ফারহানের সেলিব্রেশন নিয়ে তুমুল বিতর্ক হয়।
পাকিস্তানকে তুড়ি মেরে হারিয়েছে ভারত। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। পঞ্চাশ করার পরে তাঁর উদযাপন নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। সাধারণত খেলার মাঠে ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার পরে কেউ এভাবে সেলিব্রেশন করে না। ফারহানের এহেন উদযাপন দৃষ্টি কেড়ে নিয়েছে। শুরু হয়ে গিয়েছে চর্চা।
টাইমিংটা ঠিক হল না ফারহানের। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নির্বিচারে গুলি চালনায় ২৬ জন ভারতীয় পর্যটক মারা যান। এই প্রেক্ষিতে ভারত-পাক ম্যাচের বল গড়ানো নিয়েই তর্কবিতর্ক চলছিল। কিন্তু ভারত সরকারের তরফ থেকে ভারত-পাক ম্যাচ নিয়ে কোনও নিষেধাজ্ঞা চাপানো হয়নি। যাই হোক সেই প্রেক্ষিতে ফারহানের এহেন সেলিব্রেশন নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল তর্কবিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভারতের সমর্থকরা বলেছেন, ''এই লোকটা ভুল পেশা বেছে নিয়েছে। বন্দুক ব্যাকফায়ার করল।''
সাংবাদিক বৈঠকেও পাক ওপেনারের দিকে উড়ে আসে প্রশ্ন। কেন তিনি এমন উদযাপন করলেন? তিনি অবশ্য এমন আচরণের জন্য মোটেও অনুতপ্ত নন। তিনি বলেছেন, পরোয়া করি না।
ফারহান বলেছেন, ''ওই উদযাপনটা হঠাৎই মনে হয়েছিল, তাই করেছি। পঞ্চাশ করার পরে খুব বেশি উদযাপন করি না। কিন্তু পঞ্চাশ করার পরে মনে হয় চলো আজ উদযাপন করি। তাই আমি করেছি। মানুষ কীভাবে এটা গ্রহণ করবে তা আমার জানা নেই। তা নিয়ে আমি ভাবিতও নই।''
পাকিস্তানের ইনিংসের তৃতীয় বলেই ফারহানের ক্যাচ ফেলেন অভিষেক শর্মা। পরে বাউন্ডারি লাইনে ফের ক্যাচ পড়ে ফারহানের।
সেই ফারহানের সেলিব্রেশন নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ভারত-পাক ম্যাচ হয়ে গিয়েছে। খুব সহজেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। খেলা শেষ হয়ে গেলেও সেই ম্যাচ নিয়ে চর্চা কিন্তু বন্ধ হয়নি। কখনও ফকর জামানের আউট, কখনও ফারহানের সেলিব্রেশন নিয়ে আলোচনা চলছেই। সেই আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।
আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে আইনজীবী, কে এই ফ্রেয়া জেনে নিন
