আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। তার আগে তরুণ ব্যাটার হ্যারি ব্রুককে দলের নতুন সহ অধিনায়ক ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দুদিন আগে এই ঘোষণা করল ইসিবি। জানা গিয়েছে, হ্যারি ব্রুক ভারতের বিরুদ্ধে সিরিজ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। হ্যারি ব্রুক ইতিমধ্যেই ইয়র্কশায়ারের ব্লাস্ট এবং নর্দার্ন সুপারচার্জার্সের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়কত্ব করেন। তবে সেই সিরিজে অনুপস্থিত ছিলেন জস বাটলার। কিন্তু হ্যারি ব্রুকের নেতৃ্ত্বে ইংল্যান্ড ২-৩ ব্যবধানে পরাজিত হয়। ২৫ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার মইন আলির পরিবর্তে নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। মইন সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ থেকে বাদ পড়ার পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে জাতীয় দলের উইকেটকিপার ফিল সল্ট এবং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের ওপরে হ্যারি ব্রুককে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট।
Introducing our new men's white-ball vice captain, @Harry_Brook_88! ???? pic.twitter.com/NmBWVPZSng
— England Cricket (@englandcricket)Tweet by @englandcricket
২০২২ সালের ২৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা হ্যারি ব্রুক বর্তমানে ইংল্যান্ড দলের এক অপরিহার্য খেলোয়াড়। ২০টি একদিনের ম্যাচ এবং ৩৯টি টি-টোয়েন্টি খেলে ব্রুকের রান যথাক্রমে ৭১৯ এবং ৭০৭। টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আরও প্রশংসনীয়। ২৪টি ম্যাচে ২,২৮১ রান করেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে তিনি ৯টি সেঞ্চুরি এবং ১৮টি অর্ধশতরান করেছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছে, হ্যারি ব্রুক ভারতের বিরুদ্ধে সিরিজে অধিনায়ক জস বাটলারের ডেপুটি হিসাবে কাজ করবেন।
