আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টি২০ সিরিজ জিতল ভারতের মহিলা দল। সেই ইতিহাস হল আবার ইংল্যান্ডের মাটিতেই। বুধবার রাতে ম্যাঞ্চেস্টারে চতুর্থ ম্যাচে হরমনপ্রীত কৌরের দল জিতল ছয় উইকেটে। এক ম্যাচ বাকি থাকতেই এল সিরিজ জয়। শনিবার শেষ ম্যাচ বার্মিংহ্যামে।

২০০৬ সালে একটি টি২০ ম্যাচে ভারত হারিয়েছিল ইংল্যান্ডকে। তার পর থেকে দেশ বা বিদেশে, দুই মাঠেই ইংল্যান্ডের কাছে টি২০ সিরিজে হেরেছে ভারত। ১৯ বছর পর অবশেষে এল সাফল্য। বুধবারের জয় অবশ্য এনে দিয়েছেন ভারতীয় স্পিনাররা। শ্রী চরণী (২/‌৩০), রাধা যাদব (২/‌১৫) এবং দীপ্তি শর্মা (১/‌২৯) ভাল বল করেন।

ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ডের কোনও ব্যাটারই চালিয়ে খেলতে পারেননি। ভারতের ফিল্ডিংও খুব ভাল হয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৬ তুলেছিল ইংল্যান্ড।

আরও পড়ুনতিনে করুণ নয়, লর্ডসে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের ইঙ্গিত ভারতের প্রাক্তনীর

জবাবে স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার ৫৬ রানের ওপেনিং জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। স্মৃতি ৩২ এবং শেফালি ৩১ রান করেন। জেমাইমা রডরিগেজ ২৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হরমনপ্রীত করেন ২৬। তিন ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

সিরিজ জেতার পর হরমনপ্রীত বলেছেন, ‘‌জিততে পেরে গর্বিত। গোটা সিরিজে ভাল খেলেছি। ছন্দ ফিরে পাওয়া খুব দরকার ছিল। দলের প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছে। সফরে আসার আগে দেশে জাতীয় শিবিরে কঠোর পরিশ্রম করেছে সকলে। তারই ফল পেলাম।’‌ পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ৩–১ জিতে নিয়েছে ভারত। শেষ ম্যাচ জিতে ৪–১ শেষ করতে চান হরমনপ্রীতরা।