আজকাল ওয়েবডেস্ক:  স্বপ্ন দেখা বন্ধ করতে নেই। স্বপ্নের পিছনে ধাওয়া করতে হয়। বিশ্বজয়ের পরে তরুণ ক্রিকেটারদের উদ্দেশে এমনই বার্তা দিলেন হরমনপ্রীত কৌর। তিনি বলেছেন, ''ছোটবেলায় বাবার কিট ব্যাগ থেকে নিজের হাতে তুলেছিলেন ক্রিকেট ব্যাট। সেই ব্যাটের ওজন ছিল বেশি।'' 

সেদিন থেকেই স্বপ্ন দেখতেন হরমনপ্রীত। সেই স্বপ্ন সফল হল রবিবার। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বজয় করলেন ভারতের মেয়েরা। 

হরমন বলেছেন, ''স্বপ্ন দেখা কখনও বন্ধ করতে নেই। ভাগ্য কখন যে কোনদিকে মোড় নেবে তা কেউ জানেন না।'' 

ভারত অধিনায়ক ফিরে যাচ্ছেন পুরনো দিনে। স্মৃতির পাতা উলটে তিনি বলে চলেন, ''একদিন আমার বাবা তাঁর ব্যাটটা কেটে নিয়ে এসেছিলেন আমার জন্য। সেই ব্যাট দিয়ে আমি খেলতাম। টিভিতে যখনই কোনও ম্যাচ বা ভারতের খেলা বা বিশ্বকাপ দেখতাম, তখনই মনে হত এরকম একটা সুযোগ যেন আমি পাই।'' সেই সময়ে মহিলাদের ক্রিকেটের ব্যাপারে বিন্দুবিসর্গ জানতেন না হরমনপ্রীত। 

নীল রংয়ের জার্সি পরে কবে খেলতে নামবেন, সেই স্বপ্ন দেখতেন হরমনপ্রীত। মহিলাদের ক্রিকেট সম্পর্কে বিন্দুবিসর্গ না জানা এক তরুণী ভারতের মহিলা ক্রিকেটের ছবিটা বদলাতে চেয়েছিলেন। এই রবিবারের পরে সেই তরুণীর স্বপ্ন সত্যি হয়েছে। আর তার পরে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ জুগিয়ে হরমনপ্রীত বলছেন, ''এটাই প্রমাণ করে স্বপ্ন দেখা বন্ধ করতে নেই কোনও সময়েই। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। সেটাই সফল হয়েছে।''