আজকাল ওয়েবডেস্ক: তাঁর নেতৃত্বে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেই হরমনপ্রীত কৌর লোকগাথায় নাম তুলে ফেললেন। 

মহিলাদের আইপিএলে গুজরাট জায়ান্টসকে চূর্ণ করে দেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টুর্নামেন্টে  হাজার রানের মাইলফলক ছুঁলেন। তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে ১৯৩ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। 

মহিলাদের আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হরমনপ্রীত এই নজির গড়লেন। তাঁর আগে মহিলাদের আইপিএলে হাজার রান করেছিলেন ন্যাট স্কিভার ব্রান্ট। 

ব্যাট করতে নামার আগে আর ৫৫ রান দরকার ছিল হরমনপ্রীতের। মুম্বইয়ের ইনিংসের ১৮-তম ওভারে হরমনপ্রীত হাজার রানের মাইলফলক ছোঁন। 

রাজেশ্বরী গায়কোয়াড়ের ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে হরমনপ্রীত হাজার রানের নজির গড়েন। পাঞ্জাবের মোগার তারকা  ডান হাতি ব্যাটার ৪৩ বলে ম্যাচ জেতানো ৭১ রান করেন। চাপের মধ্যে শক্তি, স্থান নির্ধারণ এবং সংযমের সমন্বয়ে ছিল এই ইনিংস। হরমনপ্রীতের এই ইনিংসের সৌজন্যে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ৮-০ জয়ের ধারা অব্যাহত রাখল মুম্বই ইন্ডিয়ান্স।

মহিলাদের আইপিএলে হরমনপ্রীত প্রথম অধিনায়ক যিনি হাজার রান করেন। সতীর্থ স্কিভার ব্রান্টের পরেই রয়েছেন হরমনপ্রীত। তাঁর রান এখন ১০১৮। ব্রান্টের রান ১১০১। মেগ ল্যানিং হাজার রানের মাইলফলক ছোঁয়ার থেকে চার রান দূরে। তাঁর পরেই রয়েছেন এলিসে পেরি (৯৭২) ও শেফালি ভার্মা (৮৮৭)। 

আড়াই কোটির বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স রিটেন করেছে হরমনপ্রীতকে। ফ্র্যাঞ্চাইজির তাঁর প্রতি আস্থার মর্যাদা দিচ্ছেন ভারত অধিনায়ক। মহিলাদের আইপিএলে দু'বারের চ্যাম্পিয়ন অধিনায়ক হরমনপ্রীত। ২০২৩ ও ২০২৫ সালে তাঁর নেতৃত্বে মুম্বই আইপিএল জিতেছিল।