আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হ্যারিস রউফের ওভারে বিরাট কোহলির ওই দুটো অবিশ্বাস্য ছক্কার কথা ভোলেননি ক্রিকেটপাগলরা। পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন কোহলি। সেই হ্যারিস রউফ এশিয়া কাপের বল গড়ানোর আগে ভারতকে একপ্রকার হুমকি দিলেন। 

এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সম্পর্ক ছিন্ন হল, ঘোষণা ড্রিম ইলেভেনের, এশিয়া কাপে কি তবে স্পনসর ছাড়াই নামবেন সূর্যকুমাররা?...

দুটো দলই গ্রুপের বাধা টপকে সুপার ফোরে উঠবে বলেই মনে করা হচ্ছে। সেখানেও দুই প্রতিবেশী দেশের দেখা হবে। ভারত-পাক যুদ্ধের আগে হ্যারিস রউফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে রউফকে বলতে শোনা গিয়েছে, ''দুটো ম্যাচেই আমরা জিতব।'' 

ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে। এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি ফরম্যাটে আরও দ্রুত ম্যাচ ঘুরে যেতে পারে। 

প্রাক্তন পাক তারকারা দুই প্রতিবেশি দেশের লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন। কিন্তু রউফ বলে দিলেন, তাঁরাই জিতছেন। যে দল বাংলাদেশের বিরুদ্ধেই জিততে পারে না, সেই দলের ক্রিকেটার আশা করছেন তাঁরাই জিতবেন। ক্রিকেটপাগলরা বলছেন, অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তানের জেতা সম্ভব নয়। 
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান

গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

 

সুপার ৪

২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২

২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১

ফাইনাল

২৮ সেপ্টেম্বর 

 

আরও পড়ুন: বিস্ফোরক সেঞ্চুরি সঞ্জুর, নায়ক কিন্তু তাঁর সতীর্থ, মনে করালেন মিয়াঁদাদকে