আজকাল ওয়েবডেস্ক: একজনের অর্ধশতরান, অন্যজনের শতরান। প্রথমজন হার্দিক পাণ্ডিয়া। দ্বিতীয়জন যশপ্রীত বুমরা। শুনে একটু অবাক লাগতেই পারে। কিন্তু মঙ্গল রাতে কটকে এই দুটো মুহূর্ত ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। চোট সারিয়ে মাঠে ফিরেই ঝড় তোলেন হার্দিক। অন্যদিকে টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট তুলে নেন বুমরা। প্রথমজনের চওড়া ব্যাট এবং প্রবল মনোবল টিম ইন্ডিয়াকে সম্মানজনক রানে পৌঁছে দেয়। অন্যদিকে বল হাতে বুমরা ডেওয়াল্ড ব্রাভিসকে না ফেরালে হয়তো শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেত প্রোটিয়ারা। জোড়া ফলার অনবদ্য পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ভারত।
হার্দিকের দাপটে কটকে জয়জয়কার টিম ইন্ডিয়ার। একদিনের সিরিজ জয়ের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও জয় দিয়ে শুরু করল ভারত। মঙ্গলবার রাতে বারাবাটি স্টেডিয়ামে দুরমুশ প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে ভারত। পাল্টা ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ১০১ রানে জয় ভারতের। প্রত্যেক ভারতীয় বোলার উইকেট পায়। জোড়া উইকেট যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের। একটি করে উইকেট পান হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবে। তারমধ্যে রেকর্ড বুমরার। টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি। এদিন নিজের ১০০তম উইকেট তুলে নেন। ডেওয়াল্ড ব্রাভিসকে আউট করা মাত্র এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। ক্রিকেটের প্রত্যেক ফরম্যাটে একশোর বেশি উইকেট বুমরার। এদিকে টি-২০ তে সর্বনিম্ন রান দক্ষিণ আফ্রিকার।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইডেন মার্করাম। শুরুটা ভালই করে দক্ষিণ আফ্রিকা। ঘাড়ের চোট সারিয়ে মাঠে ফিরলেও রান পাননি শুভমন গিল। মাত্র ৪ রানে আউট হন। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েন। অন্যান্য দিনের মতো ছন্দে ছিলেন না অভিষেক শর্মাও। সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৭ রানে ফেরেন। রান পাননি সূর্যকুমার যাদবও। ১১ বলে ১২ রানে আউট হন। ৪৮ রানে ৩ উইকেট হারায়। পাওয়ার প্লের শেষে ২ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৪০। সেখান থেকে দলকে ১৭৫ রানে পৌঁছে দেন হার্দিক। মূলত একার কাঁধেই। দুর্ধর্ষ ব্যাটিং। টি-২০ ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন। ২৫ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। ২৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। মারকুটে ইনিংসে ছিল ৪টি ছয় এবং ৬টি চার। স্ট্রাইক রেট প্রায় ২১১। স্বভাবতই ম্যাচের সেরা হার্দিক। এছাড়াও কিছুটা চেষ্টা করেন তিলক বর্মা (২৬) এবং অক্ষর প্যাটেল (২৩)। বাকিরা ব্যর্থ। তিন উইকেট নেন নুঙ্গি এনগিডি।
রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে প্রোটিয়ারা। দলের শূন্য রানে ফেরেন কুইন্টন ডি কক। টসে হারার পর শিশির নিয়ে একটা চিন্তা ছিল। কিন্তু পুরো উল্টো চিত্র। ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। জঘন্য ব্যাটিং। কেউ দাঁড়াতেই পারেনি। প্রোটিয়া ব্যাটাররা এলেন এবং গেলেন। সর্বোচ্চ রান ডেওয়াল্ড ব্রাভিসের। ১৪ বলে ২২ রান করে আউট হন। মাত্র ১২.৩ ওভারে ৭৪ রানেই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ।
