আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে হার্দিক পাণ্ডিয়া‌। টি -২০ ক্রিকেটে বড় মাইলস্টোনের হাতছানি রয়েছে ভারতীয় অলরাউন্ডারের সামনে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। ২০০০ রানের পাশাপাশি ১০০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন ৩২ বছরের ক্রিকেটার। আর ১৪০ রান করলেই ২০০০ রান ছুঁয়ে ফেলবেন। বল হাতে প্রয়োজন মাত্র ২ উইকেট। দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করার হাতছানি হার্দিকের সামনে। ৯৮ উইকেট নিয়ে সংক্ষিপ্ত ক্রিকেটে বর্তমানে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী জুনিয়র পাণ্ডিয়া‌। গড় ২৬.৫৮। ব্যাট হাতে ১২০ ম্যাচে ১৮৬০ রান করেন। গড় ২৭.৩৫। স্ট্রাইক রেট ১৪১.০১। রয়েছে পাঁচটি অর্ধশতরান। 

এশিয়া কাপের মাঝপথ থেকে ছিটকে যান হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে চোট পান। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজেও খেলতে পারেননি।দীর্ঘদিন পর মাঠে ফিরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ খেলেন। তাঁর ৪২ বলে ৭৭ রান পাঞ্জাবকে হারাতে সাহায্য করে। ফেব্রুয়ারিতে ভারত এবং শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ। তার আগে হার্দিকের দলে ফেরা ইতিবাচক দিক। মঙ্গলবার কটকে শুরু টি-২০ সিরিজ। এরপর ১১ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর যথাক্রমে মুল্লানপুর, ধর্মশালা, লখনউ ও আহমেদাবাদে চারটে টি-২০ ম্যাচ। 

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় আড়াই মাস পরে মাঠে ফেরেন তারকা অলরাউন্ডার। হায়দরাবাদে খেলেন পাণ্ডিয়া। বোর্ডের এক সূত্র সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানায়, '২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হার্দিক সেন্টার অফ এক্সেলেন্স থেকে বেরোননি। সম্পূর্ণ রিহ্যাব এবং খেলায় ফেরার প্রোটোকল সম্পন্ন করেছেন। এখনও পর্যন্ত তাঁকে টি-২০ তে ব্যাটিং এবং বোলিং করার জন্য সম্পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে।' দীর্ঘদিন পর মঙ্গলবার দেশের জার্সিতে নামবেন হার্দিক।