আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দেশের জার্সিতে জাতীয় দলে প্রত্যাবর্তন হবে হার্দিক পাণ্ডিয়ার। চোট সারিয়ে আবার বাইশ গজে‌ ফিরছেন তারকা অলরাউন্ডার। তবে তাঁর আগে ক্ষেপে লাল জুনিয়র পাণ্ডিয়া। হঠাৎ মাথা গরম হল কেন হার্দিকের? জানা গিয়েছে, পাপারাজ্জিদের ওপর প্রচণ্ড চটে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। তাঁর বান্ধবী মাহিকা শর্মার ছবি এবং ভিডিও তুলতে গিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ফেলেন চিত্র সাংবাদিকরা। তাতেই ক্ষেপে বোম হার্দিক। পুরো ঘটনাকে অসম্মানজনক বলে দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় হার্দিক লেখেন, 'এই জীবন আমিই বেছে নিয়েছি। আমি জানি আমাদের জীবন নিয়ে সবসময় সকলের আগ্রহ থাকে। তবে এমন একটা জিনিস হয়েছে যা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ফেলেছে। বান্দ্রার রেস্তোরাঁর সিঁড়ি দিয়ে নামছিল মাহিকা। তখন পাপারাজ্জিরা এমন একটা অ্যাঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করে, যা কোনও মহিলার সঙ্গে হওয়া উচিত না। একটা ব্যক্তিগত মুহূর্ত সস্তা চাঞ্চল্যে পরিণত হয়।' 

পোস্টে নিয়ন্ত্রণ রাখার অনুরোধ জানান হার্দিক। তিনি মনে করেন, প্রত্যেক মহিলার মর্যাদা বজায় রাখা উচিত। হার্দিক বলেন, 'এটা শিরোনামের বিষয় নয়। কে কী ছবি তুলল তাও নয়। এটা সম্মানের বিষয়। মহিলাদের মর্যাদা বজায় রাখা উচিত। মিডিয়া ভাই যারা নিত্যদিন পরিশ্রম করে, আমি তোমাদের কাজের সম্মান করি। আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করি। তবে তোমাদের অনুরোধ করছি, আরও একটু বেশি সচেতন হওয়ার জন্য। সবকিছু ছবি তোলার জন্য নয়। সব অ্যাঙ্গেলে ছবি তোলার দরকার নেই। মনুষ্যত্ব বজায় রাখা উচিত। ধন্যবাদ।' মডেল এবং যোগা ট্রেনার মাহিকার সঙ্গে সম্পর্কে সম্প্রতি সিলমোহর দেন হার্দিক। চলতি বছর নিজের ৩২তম জন্মদিনের আগে অক্টোবরে সম্পর্ক প্রকাশ্যে নিয়ে আসেন। সমুদ্র সৈকতে দু'জনের অন্তরঙ্গ ছবি পোস্ট করেন। তারপর একসঙ্গে একটি পুজোতে দেখা যায়। তাঁর জীবনে নতুন বান্ধবীর গুরুত্বের কথা জানান হার্দিক। বলেন, ক্রিকেট এবং তাঁর ছেলে আগস্তোর পাশাপাশি মাহিকাও সমান গুরুত্বপূর্ণ। 

পেশাদার জীবনে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ খেলতে নামবেন হার্দিক। টি -২০ ক্রিকেটে বড় মাইলস্টোনের হাতছানি রয়েছে ভারতীয় অলরাউন্ডারের সামনে। ২০০০ রানের পাশাপাশি ১০০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন ৩২ বছরের ক্রিকেটার। আর ১৪০ রান করলেই ২০০০ রান ছুঁয়ে ফেলবেন। বল হাতে প্রয়োজন মাত্র ২ উইকেট। দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করার হাতছানি হার্দিকের সামনে। এশিয়া কাপের মাঝপথ থেকে ছিটকে যান হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে চোট পান। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজেও খেলতে পারেননি। টি-২০ বিশ্বকাপের আগে তাঁর দলে প্রত্যাবর্তন খুবই তাৎপর্যপূর্ণ।