আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপের দলগঠন করার সময়ে বিরাট কোহলি আর রোহিত শর্মার কথা যেন ভাবা হয়। তাঁদের থেকে বড় ক্রিকেটার আর নেই দেশে। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং একপ্রকার বার্তা দিয়েছেন নির্বাচকদের। ভারতের হেডকোচ গৌতম গম্ভীরকেও কি বার্তা দিলেন না? 

রো-কো-র সঙ্গে ভারতীয় দলের হেডস্যর গম্ভীরের সম্পর্কে শৈত্যপ্রবাহ চলছে। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে কোহলি জোড়া সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন। রোহিত ভাল ছন্দে ব্যাট করেছেন। গোটা দেশ মনে করছে, রো-কো জুটি মোক্ষম জবাব দিয়েছে গম্ভীরকে। 

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন সিং বলেছেন, ''রোহিত ও বিরাটের থেকেও কি বড় খেলোয়াড় রয়েছে নাকি দেশে?'' বড় মঞ্চে পারফর্ম করা দুই মহাতারককে ছেড়ে যেন বিশ্বকাপের দলগঠন করা না হয়। ভাজ্জি বলছেন, ''ওদেরকে কেন্দ্র করে কীভাবে দলগঠন করা যায় সেকথাই ভাবা উচিত।'' 

ভাজ্জি আরও বলেছেন, দলে তারুণ্যকে প্রাধান্য দিতে গিয়ে অভিজ্ঞতাকে বর্জন করা উচিত নয়। বড় ম্যাচে তাহলে সমস্যা হতে পারে। ফলে দুই তারকা ক্রিকেটারকে দলে নেওয়া উচিত। বড় বিশ্বকাপ হতে চলেছে। কারণ এর পরে ওরা হয়তো আর খেলবে না বিশ্বকাপে। 

তারুণ্যকে প্রাধান্য দেওয়া ভাল বলে মনে করেন ভারতের তারকা অফস্পিনার।  কিন্তু যে ক্রিকেটাররা বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন, নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন, তাঁদের ছেড়ে যেন দলগঠন করা না হয় বিশ্বকাপে।