আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর স্বাভাবিকভাবেই সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিল হার্দিক পাণ্ডিয়া। টি-২০ বিশ্বকাপে রোহিতের ডেপুটি ছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে ভারতের টি-২০ দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয় সূর্যকুমার যাদবকে। বাকিদের মতো বোর্ডের এই সিদ্ধান্তে অবাক হয়ে যান হরভজন সিং। ভারতের একসময়ের তারকা স্পিনার জানিয়ে দিলেন, হার্দিককে উপেক্ষা করা উচিত হয়নি বোর্ডের। হরভজন বলেন, 'আমি অবাক হয়ে গিয়েছিলাম। কিছুটা হতাশ হই। ও আমাদের সহ অধিনায়ক ছিল। রোহিত অধিনায়ক না থাকলে, স্বাভাবিক নিয়মে তাঁর ডেপুটিকেই অধিনায়ক করা হয়। তবে ফিটনেসের ওপর নির্ভর করে যদি ওকে সেই দায়িত্ব না দেওয়া হয়, তাহলে বলতে হবে সারা বছর ধরে তো আর টি-২০ খেলা হয় না।' 

ভাজ্জি মনে করেন, অধিনায়কত্ব হারানো হার্দিকের জন্য বড় সেটব্যাক। এর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। হরভজন বলেন, 'টি-২০ বিশ্বকাপ জিতে ফিরেছিল হার্দিক। তারপরই হঠাৎ একটা বিশাল সেটব্যাক। এটা ঠিক নয়। সূর্যকুমারকে আমি সম্মান করি। অসাধারণ প্লেয়ার, দারুণ মানুষ। স্বার্থহীন। এমনকী ও নিজেও ভাবতে পারেনি এটা হতে পারে।' রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ। এই সিরিজে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। মূলত আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে দল গড়া হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে সুযোগ না পেলেও বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ দলে আছেন অভিষেক শর্মা। রিয়ান পরাগ এবং নীতিশ কুমার রেড্ডিকেও রাখা হয়েছে। উইকেটকিপার ব্যাটার হিসেবে থাকছেন সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। অলরাউন্ডারদের মধ্যে থাকছেন হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে।