আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদে নিজের স্বামীকে অপহরণ করার ঘটনায় অভিযুক্ত এক মহিলা। এহেন আচরণের কারণ জানলে রীতিমত ভিরমি খাবেন। সম্পত্তির লোভে এই কাণ্ড ঘটান মহিলা৷ খবর অনুযায়ী, তাঁকে অপহরণ করার বিনিময়ে ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে ওই মহিলা-সহ মোট দশ জনকে গ্রেপ্তার করল তেলঙ্গানা পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে প্রায় তিনটি গাড়ি, দু'টি মোটরবাইক এবং বেশ কিছু মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশকর্তারা মঙ্গলবার জানান, এই অপহরণের পেছনে মূল অভিযুক্ত এম মাধবী লতা। তিনি আরও নয়জনের সঙ্গে মিলে তাঁর স্বামী মন্ত্রী শ্যামকে অপহরণের ছক কষেছিলেন। খবর অনুযায়ী, গত ২৯ অক্টোবর ফতিমা নামে এক মহিলা থানায় গিয়ে শ্যাম নিখোঁজ হওয়ার অভিযোগ জানান। আম্বরপেট থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে প্রমাণ ও সূত্র ধরে তদন্ত শুরু করে। এরপরই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্তরা। পরবর্তীতে পুলিশ বাঞ্জারা হিলসে শ্যামকে খুঁজে বার করে।
জানা গিয়েছে, ৩১ অক্টোবর শ্যাম নিজেই অপহরণকারীদের ডেরা থেকে কোনওরকমে পালিয়ে আসতে সক্ষম হন। পরে পুলিশকে দেওয়া বয়ানে তিনি সব কথা ফাঁস করে দেন। তিনি স্পষ্ট জানান, তাঁর স্ত্রী মাধবী লতাই এই অপহরণে মূল ষড়যন্ত্রকারী। জানা গিয়েছে স্বামীকে পাকড়াও করার জন্য এবং তাঁর উপর নজর রাখার জন্য তিনি ৩২ বছর বয়সী ভি ভি দু্র্গা বিনয় ও আরও কয়েকজনকে মোটা টাকার বিনিময়ে ভাড়া করেন। বিনয়, কাট্টা দু্র্গা প্রসাদ এবং কাটামোনি পুরুষোত্তম মিলে শ্যামকে অপহরণ করেন।
শ্যামের বয়ান অনুযায়ী, লতা ষড়যন্ত্রকারীদের ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অপহরণকারীরা তাঁকে একাধিক গাড়িতে চাপিয়ে বিজয়াওয়াডা নিয়ে যায়। এরপর ৩০ অক্টোবর তাঁর পরিবারের কাছে টাকা দাবি করে। পরের দিন টাকা তুলতে তাঁকে হায়দরাবাদের বাঞ্জারা হিলসের একটি ব্যাঙ্কে আনা হচ্ছিল। কিন্তু ব্যাঙ্কের কাছাকাছি পৌঁছনোর আগেই শ্যাম পালাতে সক্ষম হন। ফলস্বরূপ টাকা আর তোলা সম্ভব হয়নি।
পুলিশের অনুমান, লতা তাঁর স্বামীর সম্পত্তির লোভে এই কাণ্ড ঘটান৷ তাঁর উদ্দেশ্য ছিল, স্বামীকে জোর করে সম্পত্তি সংক্রান্ত নথিতে সই করিয়ে তাঁকে খুন করা।
পুলিশ আরও জানিয়েছে, এই অপহরণের ছক কষতে লতা, দু্র্গা বিনয় এবং কাট্টা দু্র্গা প্রসাদ প্রথমে বান্দলাগূডা এবং পরে বাঞ্জারা হিলসের মলে বৈঠক করে। বিনয় এবং প্রসাদ এই কাজে পুরোপুরি যুক্ত ছিল। প্রসাদ দলবল জোগাড় করে, ডি ডি কলোনিতে শ্যামের বাড়ি চিনে ফেলে। এরপর তাঁর উপর নজর রাখতে পাশের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। তবে শেষ পর্যন্ত শ্যাম পালিয়ে যাওয়ায় তাদের টাকার পরিকল্পনা ভেস্তে যায়। ঘটনার জেরে আম্বরপেট থানায় ভারতীয় ন্যায় সংবিধানের ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
