আজকাল ওয়েবডেস্ক:‌ সেই এশিয়া কাপ থেকে শুরু হয়েছে। পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এটাই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ অঘোষিত নীতি। সেই নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং। যা নিয়ে তীব্র বিতর্ক। প্রসঙ্গত, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এখন আম আদমি পার্টির সাংসদ। আর সেকারণেই বিতর্ক আরও বেড়েছে।


জাতীয় দলের জার্সি থেকে সেই কবেই অবসর নিয়েছেন হরভজন। আইপিএলেও খেলেন না। তবে অবসরপ্রাপ্তদের লিগে খেলতে দেখা যায় তারকা স্পিনারকে। এখন অবশ্য তিনি আবুধাবি টি–১০ লিগের মতো পেশাদার লিগে খেলছেন। সেখানে আসপিন স্ট্যালিয়ন্সের অধিনায়ক ভাজ্জি। বুধবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেই ম্যাচে হারে ভাজ্জির দল। হারের পরই পাকিস্তানের বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে করমর্দন করেন হরভজন। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।


এটা ঘটনা, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের তিনটি ম্যাচেই পাক ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম হ্যান্ডশেকের রাস্তায় যায়নি ভারতীয় দল। মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিলেন হরমনপ্রীতরা। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেও পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। চমকপ্রদভাবে এই হরভজন সিংই লেজেন্ডস লিগ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে রাজি হননি। তিনিই এবার পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন। স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম নিয়েছে। আর বিতর্ক আরও বাড়ছে তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্য।