আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজের বাইরের কীর্তিকলাপের জন্য শিরোনামে পৃথ্বী শ। বিতর্ক তাঁর পিছু ছাড়তে চাইছে না। প্রথমে রঞ্জি ট্রফির দল থেকে বাদ পড়েন। সৈয়দ মুস্তাক আলিতে সুযোগ পেলেও, আবার বিজয় হাজারের দল থেকে ছেঁটে ফেলা হয় তাঁকে। কয়েকদিন আগে পৃথ্বীকে বিনোদ কাম্বলির সঙ্গে তুলনা করা হয়। সম্প্রতি আরও একটি কারণে তাঁকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন একাধিক ট্রেনিং সেশন মিস করেন তরুণ ক্রিকেটার। সারা রাত বাইরে কাটাতেন। একাধিকবার ভোর ছ'টায় হোটেলে ফিরতে দেখা যায় তাঁকে। 

এর জবাবে এবার নিজের ইনস্টাগ্রাম একটি স্টোরি পোস্ট করেন পৃথ্বী শ। সেখানে তিনি লেখেন, 'আপনি যদি পুরো বুঝতে না পারেন, তাহলে কোনও কথা বলবেন না। প্রচুর লোকজন অর্ধেক সত্য জেনে নিজেদের মতামত দেয়।' শুধুমাত্র ফর্মের জন্য মুম্বই দল থেকে বাদ পড়েননি পৃথ্বী। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, উশৃঙ্খল জীবনযাত্রা ছাঁটাই হওয়ার অন্যতম কারণ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, 'তিনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু।' এমসিএর এক সিনিয়র কর্তা জানান, পৃথ্বীর ফিটনেস, স্বভাব এবং উশৃঙ্খলতার জন্য তাঁকে বেশ কয়েকবার মাঠে লুকিয়ে রাখতে বাধ্য হয় তাঁরা। পৃথ্বীর ইনস্টাগ্রাম পোস্ট থেকে স্পষ্ট, নাম না করে এমসিএ কর্তার দাবিকেই নিশানা করেছেন তিনি। 

কয়েকদিন আগে বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে নিজের হতাশা ব্যক্ত করেন প্রতিভাবান তারকা। পৃথ্বী শ লেখেন, 'ভগবান আমাকে বলো আমাকে আরও কত কী দেখতে হবে..৬৫ ইনিংসে ৩৩৯৯ রান। গড় ৫৫.৭, স্ট্রাইক রেট ১২৬। এরপরও আমি ভাল না..তবে আমি তোমার ওপর ভরসা রাখব। আশা করব সবাই আমার ওপর আস্থা রাখবে। আমি অবশ্যই প্রত্যাবর্তন করব..ওম সাই রাম।' তবে একের পর এক বিতর্ক তাঁর পেশাদার কেরিয়ারে প্রভাব ফেলছে।