আজকাল ওয়েবডেস্ক: হ্যাটট্রিক করলেন ইংরেজ পেসার গাস অ্যাটকিনসন। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শনিবার হ্যাটট্রিক করেন অ্যাটকিনসন। ওয়েলিংটনে ৯৪ বছরের টেস্টের ইতিহাসে এই প্রথম কোনও বোলার হ্যাটট্রিক করলেন। তিনি ইংল্যান্ডের ১৪ তম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন। আর এটাই অ্যাটকিনসনের টেস্টে প্রথম হ্যাটট্রিক।
স্টুয়ার্ট ব্রড একমাত্র ইংরেজ বোলার যার টেস্টে দুটি হ্যাটট্রিক রয়েছে। টেস্টে ইংরেজ বোলারদের মধ্যে শেষ হ্যাটট্রিকটি করেছিলেন মঈন আলি। অ্যাটকিনসন এদিন পরপর ফেরান ন্যাথান স্মিথ, ম্যাট হেনরি ও টিম সাউদিকে।
এদিকে, দ্বিতীয় টেস্টে রীতিমতো চালকের আসনে ইংল্যান্ড। সাড়ে চারশোর বেশি রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আর এই টেস্ট হেরে গেলে কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যাবে কিউয়িরা। এই মুহূর্তে নিউজিল্যান্ড আছে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে।
প্রসঙ্গত, ভারতে গিয়ে রোহিতদের টেস্ট সিরিজে ৩–০ হারিয়ে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু ঘরের মাঠে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট তাদের আশা কার্যত শেষ। এটাই তাদের শেষ টেস্ট সিরিজ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের জন্য।
