আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনাল জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ২০ কোটি টাকা। পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫০ কোটি টাকা।
আর ফাইনাল তে জিতবে, এই বাজি ধরেই ১১ কোটি টাকা অর্থ পেয়েছেন সুপারস্টার র্যাপার ড্রেক। আরসিবি-র হয়ে ৬.৪ কোটি লাগিয়েছিলেন।
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর হয়ে বাজি ধরেছিলেন তিনি। বিভিন্ন বড় ঘটনায় ড্রেক বাজি ধরেন। এবার আইপিএলের ফাইনালেও তিনি বিরাট কোহলির দলের হয়ে বাজি ধরে বিশাল অর্থ জিতেছেন।
ফাইনালের বল গড়ানোর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে ড্রেক জানান ফাইনাল কে জিতবে, তা নিয়ে তিনি বাজি ধরেছেন। মেগা ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ রানে হারায় পাঞ্জাব কিংসকে। ফুটবল বিশ্বকাপেও তিনি বাজি ধরেছিলেন। ২০২৪ সালের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে বাজি ধরে জিতেছিলেন আড়াই লক্ষ মার্কিন ডলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচেও ভারতের হয়ে বাজি ধরে জিতেছিলেন ৫ লক্ষ ১০ হাজার পাউন্ড। এবার জিতলেন ১১ কোটি।
