আজকাল ওয়েবডেস্ক: বীরেন্দ্র শেহবাগ সম্পর্কে মূল্যায়ন করলেন ইংল্যান্ডের প্রাক্তন গ্রেট জিওফ্রে বয়কট। টেস্ট হোক বা ওয়ানডে 'নজফগড়ের নবাব' তাঁর খেলার ধরণ বদলাননি। সেই বীরু সম্পর্কে বয়কট বলছেন, কন্ডিশনের উপরে ভিত্তি করে ম্যাচে তাঁর প্রভাব নির্ভর করত। বয়কট বলেছেন, ''নির্দিষ্ট কিছু পিচে শেহবাগ অসাধারণ। কিছু কিছু পিচে দুর্দান্ত। ইংল্যান্ডে শেহবাগ একেবারেই ভাল নয়।'' 

শেহবাগের ঝুলিতে ৮৫৮৬ রান। হাঁকিয়েছেন ২৩টি সেঞ্চুরি। স্ট্রাইক রেট ৮২। শেহবাগের কেরিয়ারের গড় ৪৯.৩৪। ইংল্যান্ডে তাঁর গড় ২৭.৮০। একটা মাত্র সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডে। ছ'টা ম্যাচে পঞ্চাশ করেন। নিউজিল্যান্ডে তাঁর গড় ছিল ২০। দক্ষিণ আফ্রিকায় গড় ছিল ২৫। 

শেহবাগ সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেছেন বয়কট। তাঁর কাছে বীরু অসাধারণ এক প্রতিভা কিন্তু সব ধরনের কন্ডিশনে চলত না বীরু ম্যাজিক। 

বয়কট কিন্তু প্রশংসা করেছেন শচীন তেণ্ডুলকরের। ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স এবং গ্রেম পোলকের সঙ্গে এলিট আইকনে রেখেছেন মাস্টার ব্লাস্টারকে। বয়কট বলেছেন, ''ভাল, খুব ভাল এবং দুর্দান্ত খেলোয়াড়ের পরে আসে এলিট আইকনরা। আমার খেলার সময়ে এবং খেলা দেখার বছরগুলিতে আমার আইকন শচীন তেণ্ডুলকর, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স এবং গ্রেম পোলক। দুর্ভাগ্যবশত, গ্রেমের টেস্ট কেরিয়ার তাঁর দেশের  সরকারের বর্ণবিদ্বেষ নীতির কারণে ব্যাহত হয়েছিল। তাই ভারত এবং পাকিস্তানে তিনি কেমন খেলতেন, তা বোঝা কঠিন।''