আজকাল ওয়েবডেস্ক: ৩৪৮ দিন পরে মাঠে ফিরলেন গাভি। তাঁর প্রত্যাবর্তনের দিন বার্সেলোনা ৫-১ গোলে হারাল সেভিয়াকে। ৮৩ মিনিটে পরিবর্ত হিসেবে খেলতে নামেন গাভি। সতীর্থ পেদ্রি তাঁর হাতে পরিয়ে দেন ক্যাপ্টেনের আর্মব্যান্ড।
বার্সার অধিনায়ক হয়ে গাভির প্রত্যাবর্তনের আগেই অবশ্য বার্সা ৪–০ গোলে এগিয়েছিল সেভিয়ার বিরুদ্ধে। ৮৭ মিনিটে সেভিয়ার হয়ে স্ট্যানিস সান্ত্বনা গোলটি করেন। ৮৮ মিনিটে পাবলো তোরে আরও একটি গোল করে ৫-১ করে ফেলেন স্কোরলাইন। ম্যাচ জিতে লা লিগায় শীর্ষেই থেকে গেল বার্সা।
শনিবার এল ক্লাসিকো। সেই মহাযুদ্ধে নামার আগে রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে রইল বার্সেলোনা। রিয়াল ১০ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট বার্সেলোনার।
বার্সার হয়ে জোড়া গোল করেন লেভানডস্কি। প্রথমটি ২৪ মিনিটে পেনাল্টি থেকে। পরের গোলটি রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে। ২৮ মিনিটে পেদ্রি একটি গোল করেন। বিরতির সময়ে বার্সা ৩-০ এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরও দু'টি গোল করে বার্সা। ৮২ ও ৮৮ মিনিটে পাবলো তোরে জোড়া গোল করেন।
শনিবার এল ক্লাসিকো। তার আগে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিকের প্রাক্তন ক্লাব বায়ার্ন মিউনিখ। ফলে ফ্লিকের কাছে লড়াইটা ব্যক্তিগতও। আগামী দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই বড় ব্যবধানে জয় আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বার্সেলোনার।
বার্সার এই জয়ের দিনে গাভির প্রত্যাবর্তনে খুশি সমর্থকরা। ইউরো কাপের যোগ্যতা পর্বে জর্জিয়ার সঙ্গে খেলার সময়ে লিগামেন্টে চোট পান বার্সার ২০ বছরের তারকা। তাঁর অস্ত্রোপচার হয়। সেই কারণে ইউরোতে নামতে পারেননি গাভি।
মাঠে ফিরে বার্সা তারকা বলছেন, ''আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। চোট সারিয়ে ফিরে এসেছি নিজের পৃথিবীতে। যতদিন মাঠের বাইরে ছিলাম, ততদিন সবাইকে খুব মিস করেছি। মাঠে ফেরার পরে দেখলাম সবাই আমাকে খুব ভালবাসে। আমি খুবই ভাগ্যবান।''
