আজকাল ওয়েবডেস্ক: মাত্র দু'দিন পর শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। চারদিন পর আইপিএলের মেগা নিলাম। সুনীল গাভাসকর মনে করছেন, কেএল রাহুলের জন্য অলআউট ঝাঁপাবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টপ অর্ডার ব্যাটার, উইকেটকিপারের পাশাপাশি অধিনায়ক হিসেবেও ভাবা হতে পারে তারকা ক্রিকেটারকে। আইপিএলে ধারাবাহিকভাবে রান পান রাহুল। তাঁকে নিলে সিএসকে এবং আরসিবি লাভবান হবে। মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। তাঁর জন্য মাঠে নামবে একাধিক ফ্রাঞ্চাইজি। দক্ষিণের দুই দলের পার্সে বড় অঙ্ক রয়েছে। বেঙ্গালুরুর হাতে রয়েছে ৮৩ কোটি। চেন্নাইয়ের আছে ৫৫ কোটি।
সুনীল গাভাসকর বলেন, 'আমার বিশ্বাস, দক্ষিণের দুই ফ্রাঞ্চাইজি বেঙ্গালুরু এবং চেন্নাই রাহুলের জন্য ঝাঁপাবে। হয়তো হায়দরাবাদও ওকে চাইবে। তবে রাহুল বেঙ্গালুরুর ছেলে। তাই আমার মনে হয় ও আবার নিজের শহরে ফিরতে চাইবে। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে উদগ্রীব থাকবে। আমার মনে হয় রাহুলকে পেতে অলআউট যাবে বেঙ্গালুরু।' রাহুলের পাশাপাশি মহম্মদ সামির আইপিএল ভাগ্য নিয়েও আলোচনা চলছে। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, তারকা পেসারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আগ্রহ থাকবে। তবে তাঁর ফিটনেস চিন্তায় রাখবে। সামি খুবই চোটপ্রবণ। চোট সারিয়ে মাঠে ফিরতে সময় লাগে। সেক্ষেত্রে তাঁকে বড় অঙ্ক দিয়ে কেনার পর আইপিএলের মাঝে চোট পেয়ে ছিটকে গেলে পথে বসবে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি। এই কারণে হয়তো আসন্ন মেগা নিলামে সামির তেমন দর নাও উঠতে পারে।
