আজকাল ওয়েবডেস্ক: হার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া। পাঁচটি শতরান, দুই ইনিংস মিলিয়ে ৮০০ রান করা সত্ত্বেও জিততে পারেনি শুভমন গিলরা। শেষ নয় টেস্টের মধ্যে সাতটিতে হার। যা চাপ বাড়াবে গৌতম গম্ভীরের ওপর। তাঁর অধীনেই এই পতন। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ আকাশ চোপড়া মনে করেন, প্রবল চাপে আছেন গম্ভীর। তিনি বলেন, 'গৌতম গম্ভীরের ওপর প্রবল চাপ রয়েছে। সেই চাপ ক্রমাগত বাড়ছে। যদি টেস্ট ক্রিকেটে ওর পারফরম্যান্স দেখা হয়, ও খুব বেশি ম্যাচ জেতেনি। বাংলাদেশের বিরুদ্ধে দুটো এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে করে ম্যাচ হেরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটা হেরেছে। একটানা টেস্ট হারছে।' 

ভারতের প্রাক্তন তারকা মনে করেন, ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারলে, লাল বলের ক্রিকেটে গম্ভীরের কোচিং প্রশ্নের মুখে পড়ে যাবে। এই প্রসঙ্গে চোপড়া বলেন, 'আমার মনে হয়, টেস্টে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। আমার মতে, এই সিরিজ নিয়ে সবাই প্রবল চাপে আছে। ইংল্যান্ড সিরিজে ব্যর্থ হলে একটা প্রশ্নচিহ্ন থাকবে। দল কোন দিশায় এগোচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচকরা ভাববে, টিম ম্যানেজমেন্ট যা চাইছে, তাই দেওয়া হচ্ছে। যাদের চাইছে, তাঁদেরই দেওয়া হচ্ছে। সুতরাং, রেজাল্ট দেওয়া উচিত। কোনও অজুহাত দেওয়া চলবে না।' প্রথম টেস্টে বোলাররা ব্যর্থ হলেও, এজবাস্টনে সাফল্যের বিষয়ে আশাবাদী গম্ভীর। তবে দ্বিতীয় টেস্টে যশপ্রীত বুমরা খেলবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।