আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআই চাইলে সরিয়ে দিতেই পারেসাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে। ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারল ভারতঘরের মাঠেইডেনের পর গুয়াহাটিতে ৪০৮ রানে হারটেস্টে এত রানে হারের সম্মুখীন ভারত আগে হয়নি

চারিদিকে চলছে কোচ গম্ভীরের সমালোচনা। ওয়ানডে বা টিটোয়েন্টি ঠিক আছে। কিন্তু টেস্টে কোচ গম্ভীর একেবারেই অচল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তা গম্ভীরেরও অজানা নয়। তাই গুয়াহাটি টেস্ট হেরে গম্ভীর শুরুতেই জানিয়ে দিলেন, ''এখানে আমি আর কী বলব। ভারতীয় ক্রিকেট বোর্ডই নেবে সিদ্ধান্ত। আমি আগেও বলেছি ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোচ গম্ভীর নয়।’‌'

চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার মুখে গম্ভীর মনে করিয়ে দিলেন, মিথ্যাই তাঁর জমানায় হার নিয়ে 'গেল গেল' রব উঠছে। তাঁর সময়ে সাফল্য়ও রয়েছে। সেগুলো যেন না ভোলেন কেউ।

মিডিয়ার ক্রমাগত ধেয়ে আসা প্রশ্নের মুখে গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, ''মানুষ ভুলে যায়, আমিই সেই লোক যে ইংল্যান্ডে তরুণ দল নিয়ে গিয়ে ভাল রেজাল্ট পেয়েছি। তোমরাও দ্রুতই ভুলে যাবে। অনেকেই নিউজিল্যান্ডের কথা বলে। আমিই সেই ব্যক্তি যার কোচিংয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি। এই দলটার অভিজ্ঞতা কম। আমি আগেও বলেছি, ওদের শেখা চালিয়ে যেতে হবে। স্রোতের অভিমুখ বদলে দেওয়ার জন্য ওরা যথাসাধ্য চেষ্টা করছে''

গুয়াহাটিতে একাধিক লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়াভারতের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়গুয়াহাটি টেস্টে ভারত হেরেছে ৪০৮ রানে। এরপর আছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪২ রান (২০০৪, নাগপুর) এবং তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ৩৪১ রান (২০০৬, করাচি)।

দেশের মাটিতে তৃতীয়বার চুনকাম হল ভারত। যার মধ্যে শেষ দু’বার চুনকাম হয়েছে গম্ভীরের আমলে। ২০২৪ সালে নিউজিল্যান্ড ও এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

প্রথমবার দেশের মাটিতে কোনও ইনিংসে ২৫০ করতে পারেনি ভারত। ইডেনে ১৮৯ ও ৯৩ রানে অলআউট হয়। আর গুয়াহাটিতে প্রথম ইনিংসে ২০১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে গুটিয়ে যায়এরকম আরও লজ্জার রেকর্ড গড়েছে ভারত।